মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

md.a alim, ০৩ জুলাই, ২০২৩
বেসরকারী এম পি ও ভুক্ত শিক্ষক বাদ দিয়ে স্মাট বাংলাদেশ সম্ভব নয়
MD. MOSTAFIZUR RAHMAN, ০১ জুলাই, ২০২৩
যে জাতি শিক্ষকের মর্যদা দেয় না সে জাতি শিক্ষিত হতে পরে না।
MD. ABUL KALAM AZAD, ০১ জুলাই, ২০২৩
আমরা সব সময়ই অবহেলিত।এর প্রতিকার করতে পারেন একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী।
এনামুল হক, ২৯ জুন, ২০২৩
মন্তব্য কি লিখব, ভাষা খুজে পাচ্ছিনা। তবে এটুকুই বলব, এমপিওভুক্ত শিক্ষক যে এত অপমানিত ও অবহেলার। যদি আগে জানতাম তাহলে এই শিক্ষক পেশায় চাকরি নিতাম না।
Md Manjurul Haque, ২৮ জুন, ২০২৩
এটাই আমাদের সোনার বাংলাদেশ।
Md Manjurul Haque, ২৮ জুন, ২০২৩
এটাই আমাদের সোনার বাংলাদেশ।
মোঃ ইউসুফ আলী, মাগুরা এম.ইউ আলিম মাদ্রাসা, ২৮ জুন, ২০২৩
কেন এই বঞ্চনা ?সরকারি কর্মকর্তারা সবাই কি সরকারি প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে? নাকি এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও পড়াশুনা করেছেন । তাহলে শিক্ষকের চেয়ে সরকারি কর্মচারীর মূল্যই বেশী? এমপিও শিক্ষকের কথা একটু ভাবুন- ### চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা অথচ একজন ডাক্তারের কাছে গেলে ভিজিট বাবদ ৮০০ টাকা । ঔষধ কিনব কিভাবে? ### বাসা ভাড়া মাত্র 1000 টাকা যা দিয়ে পরিবার ছেড়ে ম্যসে থাকতে হবে , ।
লায়েক হাসান, ২৮ জুন, ২০২৩
শিক্ষকের এত অবহেলা করলে জাতি কখনও উন্নতির শিখরে পৌছাতে পারবে না। যেখানে টিচাররা অবহেলিত সেখানে কিভাবে উন্নতি সম্ভব। শিক্ষাই জাতির মেরুদন্ড। সেই মেরুদন্ডই তো ভেঙ্গে যাচ্ছে। তাহলে কিভাবে উঠে দাড়ানোর শক্তি পাবে। হায়রে নিয়ম কানুন, হায়রে আপসোস। সবাইরে হয় শুধু এমপিও শিক্ষকদের হয় না, অথচ সবার আগে শিক্ষকদের পাওয়া উচিত, কেন নে যে শিক্ষকের হাত ধরে এত বড় বড় পর্যায়ে জব করতেছে সেখানে শিক্ষকদের কোন মুল্যই নাই। দুনিয়াটা অন্য রকম।
লায়েক হাসান, ২৮ জুন, ২০২৩
শিক্ষকদের তো এদেশের সবার চেয়ে বেশী বেতন দেন, এদের কোন প্রনোদনার দরকার নাই, প্রনোদনা তাদেরি প্রয়োজন যারা ঘুষ খেয়ে পেট মাটিতে লুটে গেছে, যারা বাড়ি, গাড়িতে চড়ে ওদেরি অনেক অভাব, শিক্ষকদের কোন টাকা লাগে না, এদেরকে আল্লাহই চলায়৷
লায়েক হাসান, ২৮ জুন, ২০২৩
এমপিওভুক্ত শিক্ষকরা কেন পাবে। এরা শুধু জ্ঞান দিবে, এদের কিছু দেওয়ার প্রয়োজন নাই, শিক্ষকদের আবার ইনক্রিমেন্ট কিসের, এদের বেতন না দিলেও কোন সমস্যা নাই। এদের কি কোন ফ্যামিলি আছে, এদের কোন চাওয়া পাওয়া নাই, শিক্ষকরা মানুষ না, এরা মানুষের বাহিরে। এজন্য এদের কোন কিছুর প্রয়োজন নাই, প্রয়োজন আছে শুধু তাদের যারা বেতন পান ৭০-৮০ হাজার টাকা, যারা ঈদের বোনাস পান ১০০%, ওদেরি তো ইনক্রিমেন্ট + বাড়তি ইনকাম, সব সুযোগ সুবিধা প্রয়োজন। শিক্ষকদের কোন কিছুই লাগবে না, নিরীহদের আর্তনাদ কেউ শুনবে না, শুনার ও কেউ নাই।
Md Shah Sultan, ২৮ জুন, ২০২৩
আমরা সরকারের সৎ ছেলে।সরকার আমাদের তুচ্ছতাচ্ছিল্যের সাথে দেখেন। সরকার যখন শিক্ষকদের কিছু দিবেন তখন আমলারা হাজারবার হিসেব করেন এবং জনগণের কাছে তুলে ধরেন শিক্ষকেরা শতভাগ বেতন, ২৫ ভাগ ও ৫০ ভাগ উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, বছরে ৫% ইঙ্ক্রিমেন্টসহ সরকারের বছরে এতো...... টাকা ব্যয় হয়।আর সরকারি কর্মকর্তাদের বেতনের হিসাব পত্রিকায় আসেও না দেশের জনগনও জানে না।
Tabiatkowser, ২৮ জুন, ২০২৩
এমপিও ভুক্ত শিক্ষকদের নিয়ে বড় ধরনের রসিকতা করার অর্থ কি? এদের বিষয় উহ্য রাখা হবে কেন?
এম এইচ রহমান, ২৮ জুন, ২০২৩
ওনাদের তো অনেক বেতন, ওনাদের দেয়ার দরকার নাই তো
মোঃবজলুর রহমান,সহকারী সুপার,পূর্বচর পাড়াতলা জালাল উদ্দিন দাখিল মাদরাসা।, ২৮ জুন, ২০২৩
দৈনিক শিক্ষার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরকারী চাকুরীজিবীদের মত এমপিওভুক্ত বেসরকারী স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষকদের ও ৫ শতাংশ হিসাবে প্রণোদনা দেয়া, বা জাতীয়করনের দাবী জানাচ্ছি৷
Tuhin Arafat, ২৮ জুন, ২০২৩
আমার তো মোনে হয় শিক্ষক-কর্মচারীরা এ দেশের নাগরিক না, আমরা যদি দেশের নাগরিক হতাম তাহলে বাদ দেওয়া চিন্তা করতো না।
Md.Hafizur Rahman Bsc, ২৭ জুন, ২০২৩
বেসরকারীরা মনে হয় বাংলাদেশের নাগরিক না।
Tabiatkowser, ২৭ জুন, ২০২৩
আল্লাহর ওয়াস্তে আর যেন বাড়তি ৫% প্রনোদলার জন্য আন্দোলন না করে সরাসরি জাতীয় করণ এর জন্য দুর্বার আন্দোলনের ডাক দেয়ার অতি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
Muhammad Qutubuddin, ২৭ জুন, ২০২৩
শিক্ষকদেরকে প্রনোদনায় অন্তর্ভূক্ত না করার কারণ কী? তারা কী মঙ্গলগ্রহে বসবাস করে? সরকারী চাকুরীজীবীরা যে বাজার থেকে কেনাকাটা করেন, শিক্ষকরা কি সে বাজারে যান না, নাকি তাদের বাজারটা আলাদা? বিষয়টি সংশ্লিষ্ট মহলের অনুধাবন করা উচিত।