মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোহাম্মদ মুছা শিক্ষক হুলাইন হযরত এয়াছিন আঃ হাঃ আঃ সিনিয়র মাদ্রসা, ০৪ জুলাই, ২০২৩
দ্রব্যমূল্য উর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে সামাজিক মানমর্যাদা রক্ষা করে জীবনযাপন করা একজন নিম্ন স্কেলের শিক্ষক যারা ৯৫০০ অথবা ১০৩০০স্কেলের বেতনভোগী, তাদের পক্ষে সংসারের ঘানি টানতে গিয়ে নুন আনতে পান্তা ফুরাই। তারা কি সামাজিকভাবে মানমর্যাদা রক্ষা করে চলতে পারে? না কি পারিবারিক যাবতীয় চাহিদাগুলো পূরণ করতে পারে? তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনাপূর্বকঃ শিক্ষকদের ন্যায্য দাবী ৫% প্রমোদনা জুলাই ২০২৩ ইনক্রিমেন্টের সাথে যুক্ত করে প্রদান করা হউক।
Mostaq ahmed, ০৩ জুলাই, ২০২৩
এ জাতীর ভবিষ্যৎ কোনদিন উন্নতির মুখ দেখবে না? ৪৬ সংগঠন অথচ জাতীয় করন হচ্ছে না?
Shahjahan Tamim Tamim, ০৩ জুলাই, ২০২৩
মাদ্রাসা শিক্ষকদের '২২০০০'টাকার স্কেলটি মাধ্যমিক শিক্ষকদের ন্যায় '২৩০০০' টাকার স্কেলে উন্নিত হচ্ছে না কেন? মাদ্রাসার শিক্ষকরা কি আদৌই পাবে না? মাদ্রাসার শিক্ষকরা যাতে অচিরেই উক্ত স্কেলটি পায় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃ পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোঃআতিকুর রহমান, ০৩ জুলাই, ২০২৩
বলার সময় জাতির মেরুদন্ড টাকার বেলায় অকর্মন্য। এটাই বাংলাদেশ। এ দেশে শিক্ষকরা লাঞ্চিত, বঞ্চিত, ও অপমানিত।যেজাতি শিক্ষা গুরুর প্রতি সম্মান দেখাবে না সেই জাতি কোন দিন উন্নতি করতে পারবে না।
MD, ০৩ জুলাই, ২০২৩
বেসরকারি বা এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া দেশের শিক্ষাখাতে উন্নয়ন বা অগ্রগতি সম্ভব তাহলে ৫% নয় একবারেই সব বন্ধ করে দিন। আমরা দেখতে চাই শিক্ষামন্ত্রীর মান বা শিক্ষার অগ্রগতি বেসরকারি শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া কিভাবে ধরে রাখেন। বলে দিন আপনাদের ছাড়াও আমাদের রাষ্ট্র চলবে। দেখি এবং দেখতে চাই -----আমাদের প্রয়োজন আছে কি নাই।
Anisur Rahman Mridha, ০৩ জুলাই, ২০২৩
বিশেষ প্রনোদনা নয়, এত দফা ""জাতীয় করণ"" চাই।
Md Farid uddin, ০২ জুলাই, ২০২৩
লাগবেনা এই ভিক্ষা! ফুটফুটের বাচ্চাদের দিলেই হবে! ফুটফুটের বাচ্চারা!
Md Helal Ahmad, ০২ জুলাই, ২০২৩
"এমপিওভুক্ত শিক্ষকরাও" এখানে 'ও' প্রত্যয়টি এমপিওভুক্ত শিক্ষকদের প্রতি বৈষম্যের প্রতিনিধি। মনে হচ্ছে এমপিওভুক্ত শুক্ষকরা সরকারী কর্মকর্তাদের চেয়ে কয়েকগুণ বেশি সুযোগ সুবিধা পান। প্রণোদনা প্রাপ্তিটা তাদের বাড়তি চাওয়া। বাস্তবতা অনুসারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রণোদনা প্রাপ্তির যৌক্তিকতা নিয়ে সুন্দর শিরোনামে কলাম লিখুন।