প্রশাসনিক পদ ৩টি।এবতেদায়ী প্রধান।সহ সুপার। সুপার।সুতরাং যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এর বাইরে নিয়োগ প্রদান করলে একাডেমিক ও অফিসিয়াল ভাবে মাদ্রাসা সমুহ সফল হয় না।
md. nesar uddin, ০৮ জুলাই, ২০২৩
প্রশাসনিক পদ সমূহে সহকারী শিক্ষক,সাধারন প্রভাষক/সহকারী অধ্যাপকদের মধ্যে যাদের আরবী বিষয়ের শিক্ষকদের মতো শিক্ষাগত যোগ্যতা আছে তাদেরকে সূযোগ দেয়া উচিৎ।
mohammad abdus salam, ০৭ জুলাই, ২০২৩
মাদ্রাসার প্রশাসনিক পদে অর্থাৎ সুপার, সহ সুপার, অধ্যক্ষ, উপাধ্যক্ষ পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ দেওয়া সময়ের দাবী। পাশাপাশি মাদ্রাসা ও স্কুল কলেজের প্রশাসনিক পদ গুলো সকল স্তরের শিক্ষকদের জন্য উম্মুক্ত রাখার আহবান জানাচ্ছি। মাদরাসার জেনারেল শিক্ষক ও মৌলভী শিক্ষকগণ স্কুল কলেজের প্রশাসনিক পদে এবং স্কুল কলেজের শিক্ষকগণ মাদরাসার প্রশাসনিক পদে নিয়োগের ব্যবস্থা রেখে mpo নীতিমালা সংশোধন করলে আর কোনো বৈষম্য থাকবে না।