মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ মঞ্জুর মোর্শেদ, ১১ জুলাই, ২০২৩
মাদরাসা শিক্ষকদের বেতন কবে ছাড় হবে?
মোহাম্মদ মিজানুর রহমান, ১১ জুলাই, ২০২৩
মাদরাসা শিক্ষকদের বেতন কবে ছাড় হবে?
মোহাম্মদ মিজানুর রহমান, ১১ জুলাই, ২০২৩
ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে। তবে স্কুলের শিক্ষকগণ গতকালকে জুন মাসের বেতন তুলেছেন, মাদ্রাসার কোন খবর নাই বিষয়টি দুঃখ জনক।
Md. Kayum Akanda, ১০ জুলাই, ২০২৩
সুসংবাদ দেওয়ার জন্য ধন্যবাদ। তবে সরকারের উচিত কমপক্ষে ১০% ইনক্রিমেন্ট স্থায়ী করা এবং mpo শিক্ষকদের ৪০% বাড়ি ভাড়া ২০০০/ টাকা চিকিৎসা ভাতা দেয়া।
মোঃবজলুর রহমান,সহকারী সুপার,পূর্বচর পাড়াতলা জালাল উদ্দিন দাখিল মাদরাসা।, ১০ জুলাই, ২০২৩
এমপিও ভূক্ত বেসরকারী শিক্ষকদের ও এককালীন অবসর সুবিধা ৬ মাসের ভিতরে প্রাপ্য টাকা পরিশোধ এবং সরকারী চাকুরেজিবীদের মত মৃত্যুর আগ পর্যন্ত অর্ধ বেতন দেওয়ার ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি৷ কারণ সরকার একজন শিক্ষককে ৬০ বছরের পর শিক্ষা দেওয়ার যোগ্য মনে করেনা, তেমনি লোকটি অন্যান্য কাজকর্ম করার শক্তি থাকেনা,তাই জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত কারো কাছে যেন মুখাপেক্ষী হতে না হয় সেই ব্যবস্থা করার জন্য দৈনিক শিক্ষার মাধ্যমে উর্ধতন কতৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করছি৷
Tabiatkowser, ০৯ জুলাই, ২০২৩
এজন্য প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হবে। তারপর দৈনিক শিক্ষাকে। এত ধরনের আন্দোলন না করে শিক্ষক ফেডারেশনের নীতিবান নেতাদের নিয়ে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর দরবারে গিয়ে বেসরকারি শিক্ষকদের যাবতীয় অধিকারের কথা তথা চাকুরী জাতীয়করণ করার জন্য ডকুমেন্ট ভিত্তিতে ধারাবাহিকভাবে বুঝিয়ে দিতে পারলেই ইনশাআল্লাহ বেসররকারি শিক্ষকদের যাবতীয় অধিকার প্রতিষ্ঠিত হবে।
মোঃ মনিরুল ইসলাম, ০৯ জুলাই, ২০২৩
সুখবরটি দেওয়ার জন্য ধন্যবাদ।
Shariful Islam, ০৯ জুলাই, ২০২৩
শীঘ্রই প্রজ্ঞাপন জারি করে আমাদের মানুষিক যন্ত্রণা দূর করুণ।
mohammad abdus salam, ০৯ জুলাই, ২০২৩
সুসংবাদ দেওয়ার জন্য ধন্যবাদ। তবে সরকারের উচিত কমপক্ষে ১০% ইনক্রিমেন্ট স্থায়ী করা এবং mpo শিক্ষকদের ৪০% বাড়ি ভাড়া ২০০০/ টাকা চিকিৎসা ভাতা দেয়া।
এনামুল হক, ০৯ জুলাই, ২০২৩
আলহামদুলিল্লাহ
DELOWAR HOSSAIN, ০৯ জুলাই, ২০২৩
মাদরাসা শিক্ষকদের বেতন কবে ছাড় হবে?
MD. ABU TAYEF SARKER, ০৯ জুলাই, ২০২৩
আমি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলাম ২০১৯ সালে অবসরপ্রাপ্ত আমার ক্ষেত্রে কি হবে?
Khalil Master, ০৯ জুলাই, ২০২৩
আলহামদুলিল্লাহ
md.a alim, ০৯ জুলাই, ২০২৩
তারাতারি প্রজ্ঞাপন জারি করুন নাহলে সন্দেহ সৃস্টি হবে।
Salauddin Patwary, ০৯ জুলাই, ২০২৩
সিদ্দিক স্যার,ধন্যবাদ, সু খবর দেয়ার জন্য।ইন্ডেক্সধারী শিক্ষকদের স্কুল থেকে বেতন দেয়ার বিষয়ে কোন নীতি মালা থাকলে সহযোগিতা করার জন্য অনুরোধ রইল।কারণ একটা প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠান প্রধানের বেসরকারি বেতন ৪০০০০/ আর সহকারী শিক্ষকের ২০০০/ হাজার। একজন সহকারী শিক্ষক এত বিশাল বৈষম্যের শিকার।।।