মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

D M Nasimuddin, ২১ জুলাই, ২০২৩
যেখানে দেশের শতকরা নব্বই ভাগ শিক্ষা চলে বেসরকারি শিক্ষা ব্যাবস্থাপনায়, সরকারি নীতিমালায় বেসরকারি প্রতিষ্ঠান এ শিক্ষক নিয়োগ হয় সরকার কর্তৃক নির্ধারিত নিয়োগ বোর্ডের মাধ্যমে বর্তমানে (NTRCA,) তাদের দ্বারা একই কোর্স পাঠদান করা হয়, শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি একই, এই সকল শিক্ষকদের হাতে যদি প্রতিবছর লাখ লাখ ছাত্র ডিগ্রি অর্জন করে, তাদের নিয়ে এরূপ মন্তব্য দূর্ভাগ্যজনক, জানিনা এটা কোন গবেষণার ফল।
md. rafikul islam, ২১ জুলাই, ২০২৩
জাতীয়করণকৃত কলেজ কী অস্তিত্ত্ব সংকট তৈরি করেনি? এক বিষযে পাশ করে অন্য পেশায় চাকরি /ডেপুটেশন সেগুলি কী?
md. rafikul islam, ২১ জুলাই, ২০২৩
জাতীয়করণকৃত কলেজ কী অস্তিত্ত্ব সংকট তৈরি করেনি? এক বিষযে পাশ করে অন্য পেশায় চাকরি /ডেপুটেশন সেগুলি কী?
শেখ মোঃ আতাউর রহমান, ২১ জুলাই, ২০২৩
হিসাব করে দেখা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হলে সরকারের একটি টাকাও বাড়তি খরচ হবে না ।প্রতিষ্ঠানের আয় দিয়ে শিক্ষকদের বেতন দেয়া সম্ভব ।বাড়তি কোন টাকা সরকারের লাগবে না।
শেখ মোঃ আতাউর রহমান, ২১ জুলাই, ২০২৩
এর আগে ৩০০ এর অধিক স্কুল সরকারিকরণ করা হলো এবং ৩০০ এর অধিক কলেজ সরকারিকরণ করা হলো তাহলে সে সময় এদের যোগ্যতা নিয়ে কথা উঠলো না কেন? ঠিক একইভাবে বাকি প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ করা হোক।
Tabiatkowser, ২০ জুলাই, ২০২৩
শিক্ষামন্ত্রী বলেছেন জাতীয়করণ হলে বিসিএস ক্যাডার অস্তিত্বের সংকটে পড়বে। তাহলে উপজেলা ভিত্তিক যেসব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হলো ঐসব প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কি বিসিএস এর অস্তিত্ব সংকটের মুখে পড়ে না? একজন শিক্ষামন্ত্রী শিক্ষকদের অভিভাবক হয়ে শিক্ষকের স্বার্থে কথা বলবেন তো দূরের কথা। তিনি উল্টো শিক্ষকদের স্বার্থের পরিপন্থী কথা বলছেন।
অজিত কুমার রায়, ২০ জুলাই, ২০২৩
মাননীয় মন্ত্রী যে সকল প্রতিষ্ঠান ইতিমধ্যে জাতীয়করণ করেছেন তাদেরকে কোন গবেষনার মাধ্যমে যাচাই করেছেন ? এমন প্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন যারা এম পি ও ভুক্তির সকল শর্ত পুরন করে এম পি ও ভুক্ত হতে পারেনি।মাননীয় মন্ত্রী দেশের মানুষকে বোকা মনে করার কোন কারন নেই। আপনার সংবাদ সম্মেলন পরবর্তি মন্তব্য গুলো নিয়ে গবেষণা করে দেখেন যে শতকরা কত জন আপনার পক্ষে সহমত পোষণ করেছে। তাহলেই বুঝতে পারবেন শিক্ষকদের ছোটো অংশ না অধিকাংশ আন্দোলনে আছে।
Sheikh Md. Ahasan Ullah Siddique, ২০ জুলাই, ২০২৩
সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।আমি একজন এমপিওভুক্ত কর্মচারী। আমি রীতিমত পরীক্ষা দিয়ে প্রথম হয়ে যোগ্যতা নিয়ে চাকুরি পেয়েছি। অথচ অনেকে মামা/খালু অথবা টাকা দিয়ে কমিটির মাধ্যমে চাকুরি পেয়েছে।এখন জাতীয়করণ হলে আমার ও তার বেতন যদি সমান হয়ে যায় তাহলে যোগ্যতার কি মূল্য রইল?
মোহাম্মদ আবু জাহেদ, ২০ জুলাই, ২০২৩
মাননীয় শিক্ষামন্ত্রী, অত্যন্ত সম্মানের সাথে বলছি, আপনি শিক্ষা ব্যাবস্থার এতোগুলো বিদ্যমান সংকট না দেখে শিক্ষা ব্যাবস্থা জাতীয়করণ করলে শিক্ষা ক্যাডারদের অস্তিত্ব সংকটে পড়বে এই সমস্যাটা দেখলেন! আসলে আপনার আবিষ্কৃত সমস্যাটা গুরুতর।
Tabiatkowser, ২০ জুলাই, ২০২৩
তাহলে উপজেলা ভিত্তিক যেসব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হলো ঐসব প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বিসিএস এর অস্তিত্ব সংকটের মুখে পড়ে না। একজন শিক্ষামন্ত্রী শিক্ষকদের অভিভাবক হয়ে শিক্ষকের স্বার্থে কথা বলবেন তো দূরের কথা। উল্টো তিনি শিক্ষকদের স্বার্থের পরিপন্থী কথা বলছেন।