প্রতিষ্ঠানের নাম ও শিক্ষকদের নামের তালিকা দিলে ভালো হতো। আবার কেউ কেউ কোন ভাবে জাল সনদ গুলো সনদে পরিনত করার চেষ্টা ও চালাচ্ছেন। তাই যাদের নাম একবার তালিকা ভুক্ত হয়েছেন তারা যেন কোন ভাবেই ছাড় না পান সে দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ আসল সদন নিয়ে দিনপাদ করছে একটা চাকুরির আশায়, আর জালিম রা জাল সদন নিয়ে চাকুরি করবে তা হবে না হবার ও নয়।
মোঃ গিয়াস উদ্দিন, ২৩ জুলাই, ২০২৩
শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করলে আমার মনে হয় শিক্ষার মান আরও বৃদ্ধি হতে পারে।
Tabiatkowser, ২২ জুলাই, ২০২৩
শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আরো কত হাজার হাজার শিক্ষকের অস্তিত্ব রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। যাদের ধরা ছোয়ার বাইরে রয়েছে। তাই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।