মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

অজিত কুমার রায়, ২৫ জুলাই, ২০২৩
মাননীয় মন্ত্রী আপনি যথার্থই বলেছেন আমরা কারোও উস্কানিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আন্দোলনে নেমেছি ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছি আপনার উস্কানিতে। আপনি জাতির বিবেককে অদক্ষ বলেছেন, পরোক্ষভাবে আপনি বঙ্গবন্ধুর সোনার বাংলার শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিধ্ব করেছেন। এই অদক্ষ শিক্ষকগণ আপনার মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে পরিচালিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পেয়েছেন। তাহলে দক্ষতার ঘাটতি যদি থাকে তা আপনার মন্ত্রাণালয়ের। দক্ষতার কিছুটা ঘাটতি আমাদের আছে হয়ত তা নাহলে আপনার মত শিক্ষামন্ত্রী বঙ্গবন্ধুর সোনার বাংলায় থাকার কথা নয়। মাননীয় মন্ত্রী আপনার পাশে যারা আপনাকে কুমন্ত্রনা দিচ্ছে খোজ নিয়ে দেখুন তাদের বিদ্যালয় তহবিলে কোটি কোটি টাকা পড়ে রয়েছে। যা তারা তাদের ইচ্ছামত ভাউচার করতে পারবে।জাতীয়করণ করলেতো রাজকোষে জমা দিতে হবে। আপনি ব্যাক্তিগতভাবে খোঁজ নিয়ে দেখুন ঐ সকল প্রধান শিক্ষকদের অধীনস্ত সহকারী শিক্ষকগণ জাতীয়করণ চায় কি না।
মুহাম্মদ আলাউদ্দিন ছাবের, ২৫ জুলাই, ২০২৩
আমরা শিক্ষক, আমরা মিথ্যে বলিনা, লক্ষ শিক্ষক, অবস্থান করতেছেন।
Sikder Humayun Kabir, ২৫ জুলাই, ২০২৩
মাননীয় শিক্ষামন্ত্রী আবোল তাবোল কথা না বলে শিক্ষকদের ন্যায অধিকার মেনে নিন।
MD.Ahasan Habib, ২৫ জুলাই, ২০২৩
বাস্তবে কী রকম চলছে তা সবাই ভালো জানে।
মুহাম্মদ আলাউদ্দিন ছাবের, ২৫ জুলাই, ২০২৩
আন্দোলন আগের চেয়ে অনেক তুঙ্গে, মন্ত্রী মহোদয়ের কথা মিথ্যে
Swapan Sarkar, ২৪ জুলাই, ২০২৩
মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আপনার ভুল ধারনা। আপনি সত্যকে অস্বীকার করতে চাচ্ছেন। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়। তবে সে শিক্ষাকে জাতীয়করণ করতে এতো সমস্যা হবার কথা নয়। কারণ জাতি থেকে জাতীয়তা। জাতীয়তা থেকে জাতি না । সব কিছু একজন শিক্ষামন্ত্রীর চোখে দেখার চেষ্টা করুন। এটা আপনার ডিপার্টমেন্ট। স্মরণীয় হয়ে থাকুন। তবু এ রকম সুরের গান, শিক্ষক সমাজ আপনার কাছ থেকে জাতি আশা করে না। প্রিলি, -রিটেন- ভাইবা দিয়ে লেকচারার হয়েছি। টিচিং স্টাইল দেখতে চাইলে দেখতে পারেন। তবুও অধিকার আদায়ের আন্দোলনে কোন রঙ লাগাবেন না। ম্যাডাম,, শিক্ষা জাতির মেরুদণ্ড হলে সে শিক্ষাকে জাতীয়করণ করতে সমস্যা কোথায়! কত ভাগ শিক্ষার্থী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে ভেবেছেন! এ গ্রেট চান্স! ম্যাডাম!
মহঃ আবু কায়েশ, ২৪ জুলাই, ২০২৩
এই সরকার কিছুই দেবে না।
Nazam Uddin, ২৪ জুলাই, ২০২৩
শাক দিয়ে মাছ ঢেকে লাভ নাই। শিক্ষা ও শিক্ষকদের অবহেলা করে কখনও দেশ এগিয়ে যায়নি এবং যাবেও না। প্রকৃত ঘটনা বুঝতে হবে।
Nazam Uddin, ২৪ জুলাই, ২০২৩
শাক দিয়ে মাছ ডেকে লাভ নাই। শিক্ষা ও শিক্ষকদের অবহেলা করে কখনও দেশ এগিয়ে যায়নি এবং যাবেও না। প্রকৃত ঘটনা বুঝতে হবে।
Nityananda Mandal, ২৪ জুলাই, ২০২৩
আমার কাছে অবাক লাগে।
Md. Humayun Kabir, ২৪ জুলাই, ২০২৩
এখানে রাজনৈতিক দলের সঙ্গে কোন মিছিল আন্দোলন হবে কেন
Md. Yousuf Ali, ২৪ জুলাই, ২০২৩
jatiokaron