মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মো আব্দুল খালেক সরকার, ০৯ আগস্ট , ২০২৩
আমার মাদ্রাসার ntrc ইংরেজির শিক্ষক গত মাসে জুন/২৩ বকেয়া ইনক্রিমেন্ট পান । জুলাই/২৩ মাসে বকেয়াও নাই, বর্তমান মাসের নাই। এইসব বিষয় নিয়ে সংবাদ করার জন্য অনুরোধ করছি। রংপুর পীরগঞ্জ
মো আব্দুল খালেক সরকার, ০৯ আগস্ট , ২০২৩
ধন্যবাদ
নুরুন্নবী, ০৮ আগস্ট , ২০২৩
প্রজ্ঞাপন অনুযায়ী আমাদেরকে গত মাসে একটি ইনক্রিমেন্ট দেওয়া হয়, নিয়মানুযায়ী এই মাসে আরেকটি ইনক্রিমেন্টসহ মোট দুটি ইনক্রিমেন্ট দেওয়ার কথা থাকলেও এই মাসে আমাদেরকে কোন ইনক্রিমেন্ট দেওয়া হয় নাই এবং কি গত মাসের ইনক্রিমেন্টও যুক্ত করা হয় নাই। শুধুমাত্র প্রণোদনাতেই সীমাবদ্ধ,এ বিষয়ে দৈনিক শিক্ষার সম্পাদকসহ মাদরাসা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সুদৃষ্টি কামনা করছি।
Mifta uddin mohammed numan, ০৮ আগস্ট , ২০২৩
দুঃখজনক হলেও সত্য যে, প্রজ্ঞাপন অনুযায়ী আমাদেরকে গত মাসে একটি ইনক্রিমেন্ট দেওয়া হয়, নিয়মানুযায়ী এই মাসে আরেকটি ইনক্রিমেন্টসহ মোট দুটি ইনক্রিমেন্ট দেওয়ার কথা থাকলেও এই মাসে আমাদেরকে কোন ইনক্রিমেন্ট দেওয়া হয় নাই৷ শুধুমাত্র প্রণোদনাতেই সীমাবদ্ধ,,,,, এ বিষয়ে দৈনিক শিক্ষার সম্পাদকসহ মাদরাসা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সুদৃষ্টি কামনা করছি,,
Ferdause Ali, ০৮ আগস্ট , ২০২৩
সবার জন্য কি ৫% বিশেষ সুবিধা?
এনামুল হক, ০৮ আগস্ট , ২০২৩
এমপিও কপি আপলোড করতে বলেন
মোহাম্মদ মিজানুর রহমান, ০৮ আগস্ট , ২০২৩
এমপিও কপি চাই। এমপিও ছাড়া বিল করা সম্ভব হচ্ছে না্।
Jasim Uddin, ০৭ আগস্ট , ২০২৩
স্কুল ও কলেজের বেতন তোলার সময় শেষের দিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এমপিও ছাড় হয়। তাও আবার এমপিও শিটের বেলকি বাজীতে ২/১ দিন অপেক্ষা করতে হয়। আজকের বিল ছাড়ল কিন্তু এমপিও শিট প্রকাশ করল না। এমপিও শিট ছাড়া বিল অথবা বিল ছাড়া এমপিও শিট কোন কাজে আসে না। আসলে এ সবকিছুই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর উদাসীনতা ও আন্তরিকতার অভাব।
Siraz, ০৭ আগস্ট , ২০২৩
এমপিও দেখব কিভাবে