মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Niranjan roy, ০৯ আগস্ট , ২০২৩
স্যার, সাজু এত দিন কোথায় ছিলেন?
Iqbal Hossain, ০৯ আগস্ট , ২০২৩
শিক্ষকদের প্রাণের দাবী জাতীয় করণ এবং বিটিএ আন্দোলন কে শিক্ষক,সমগ্রজাতি,অভিভাবকগণ, শিক্ষার্থীরা যথাযথ মনে করেছেন। বিধায় সরকার বিটিএ এর সংগে আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন এমতাবস্থায় সংবাদ সম্মেলনের নামে বিতর্কের অবতারনা না করে বিটিএ ও সরকারকে ধন্যবাদ জানানো উচিৎ।স্বাশিপকে একাত্তরের রাজাকারের ভূমিকায় অবতীর্ণ করাবেন না।
MOHAMMAD IMAM HOSSAIN, ০৮ আগস্ট , ২০২৩
শিক্ষার্থীদের জিম্মি না এটা আমাদের অধিকার।।। দালাল সাজু।।।
Manoj Chauhan, ০৭ আগস্ট , ২০২৩
জনাব সাজু সাহেব ১২ বছর আপনি শিক্ষকদের সাথে প্রতারণা করেছেন এই ১২ বছরে আপনি কোটি কোটি আয় করেছেন শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট এর অতিরিক্ত ৪% টাকা পরিশোধ না করে বিদেশে পালিয়ে যাবেন না কিন্তু।
Md. Fazlur Rahman, ০৭ আগস্ট , ২০২৩
স্যার এত দিন কোথায় ছিলেন
ওমার ফারুক, ০৭ আগস্ট , ২০২৩
ধন্যবাদ
Muhammad Omar Faruq, ০৭ আগস্ট , ২০২৩
আপনার বক্তব্যের প্রায় সবটুকু সময় ব্যয় করলেন বিটিএ এর সমালোচনা করে কিন্তু নেতা হিসেবে আপনার কাজের পরিধি কী বা এ পর্যন্ত শিক্ষকদের কল্যানে আপনার কী কী ভূমিকা ছিল তা বলতে পারেননি। আর কত শিক্ষক সমাজের ক্ষতি করবেন? এবার হজ্ব করে এসেছেন হালাল হারামের দিক বিবেচনা করে একটু থামুন।
মহঃ আবু কায়েশ, ০৭ আগস্ট , ২০২৩
১ নম্বর দালাল।।
BIKASH ROY, ০৭ আগস্ট , ২০২৩
তেল কী আর আছে?
মাহাবুবুর রহমান, ০৭ আগস্ট , ২০২৩
দেখে দেখে পড়েন। বুঝবেন কী? এগুলো সম্পূর্ন রাজনৈতিক বক্তব্য।