মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ০৮ আগস্ট , ২০২৩
দেশের শিক্ষা ব্যবস্থায় যদি হারানো পরিবেশ ফিরিয়ে আনতে হলে ১। কোচিং ও প্রাইভেট, বন্ধ করতে হবে। ২। নোট-গাইড ছাপা পরিপূর্ণ বন্ধ করে দিতে হবে ৩। শিক্ষার্থীদের অভিভাবকদের আইনের আওতায় আনতে হবে, যেহেতু কোচিং ও প্রাইভেট চালু রাখার ক্ষেত্রে অভিভাবকদের ভুমিকা রয়েছে ৪। লোভী শিক্ষকদের আইনের আওতায় আনতে হবে, প্রয়োজনে তাদের চাকরি ব্যাপার নিয়ে কোন অর্ডিন্যান্স জারী করতে হবে ৫।শিক্ষকদের শাসন করার পদ্ধতি ফিরিয়ে দিতে হবে শিক্ষকদের কার্যকর প্রশিক্ষণ দিয়ে তা তৃণমূল পর্যায়ে পর্যবেক্ষণ করতে হবে ৬। প্রতিষ্ঠান প্রধানকে কঠোর মনিটরিং করতে হবে ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে ৭। যেসব শিক্ষক প্রশিক্ষণ গ্রহণের পর তা প্রয়োগ করে না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
Tabiatkowser, ০৮ আগস্ট , ২০২৩
বর্তমান দেশের শিক্ষা ব্যবস্থায় কোচিং প্রাইভেট নোট গাইড বাজারে সায়লাব। দেশের শিক্ষা ব্যবস্থার একমাত্র অধঃপতনের মূল হলো নির্বিচারে প্রাইভেট কোচিং আর বাজারে অবাধ আকারে নোট গাইড এর রমরমা ব্যবসা। তাই সরকার যতদিন দেশ থেকে কোচিং -প্রাইভেট বাণিজ্য, নোট- গাইড বন্ধ করতে পারবে না ততদিন দেশের শিক্ষাব্যবস্থা চরম ধ্বংসের পথে নিমজ্জিত হবে।