পরিপত্রে মাদ্রাসায় সহকারী মৌলভী কথাটি উল্লেখ নেই। আছে সহকারী মৌলভী পদে ১০ বছরের অভিজ্ঞতা।
মোঃ মনিরুল ইসলাম, ১০ আগস্ট , ২০২৩
আমরা এই বৈষম্যের নিরসন চাই। দৈনিক শিক্ষাডটকমের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ভবিষতে যেন ধর্মীয় শিক্ষকগণ মাদরাসায় সহকারী সুপার হতে পারে সে ব্যাবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
Md Waliullah, ১০ আগস্ট , ২০২৩
সহকারী মৌলভী এবং হাইস্কুলের ধর্মীয় শিক্ষকদের যোগ্যতা সমান। তাহলে বৈষম্য কেন? পূর্বের নীতিমালায় বহাল ছিল আর ২০১৮ এর নীতিমালায় নেই কেন?
দৈনিক শিক্ষার দৃষ্টি আকর্ষণ করছি।