হায় কপাল! ৭৫ জন পরিক্ষা দিয়ে ৬৯ জন পাস এবং ৯ জন এ প্লাস অথচ নন এমপিও । এ যন্ত্রনার শেষ কোথায়? বিগত কয়েক বছর ১০০% পাস, অথচ আমরা নাকি এমপিও পাওয়ার যোগ্য নয়। মহান আল্লাহ, তুমি ছাড়া আমাদের এই যন্ত্রনা বোঝার কেউ নেই।
মোঃ আফজাল হোসেন, ১৭ আগস্ট , ২০২৩
কতজন শিক্ষার্থী পরিসক্ষায় অংশগ্রহন করলে এমপিও বহাল থাকবে? আর সর্বনিন্ম স্যংখ্যা কত বছর থাকবে এ বিষযে আইন করা জরুরী বলে আমি মনে করি।
Md. Zahirul Islam, ১৬ আগস্ট , ২০২৩
শিক্ষকদের উপর শাস্তি মুলক ব্যবস্থা হিসাবে বেতন বন্ধ হচ্ছে। কিন্তু কমিটি যাদেরকে শিক্ষকদের উপর লর্ড বানিয়ে দেওয়া হয়েছিল তাদের কি শাস্তি হবে? যেহেতু কর্ম শিক্ষকদের, শাস্তিও শিক্ষকদের তা হলে ২য় লর্ড কেন? এখানে দেখা যাচ্ছে জবাব দিহিতা শুধু সরকার তথা মন্ত্রনালয়ের নিকট। সুতরাং আমি মনে করি শিক্ষকদের উপর কমিটির হস্তক্ষেপ ১০০% বন্ধ করা হউক।