মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ২৮ আগস্ট , ২০২৩
রেজাল্ট পুনরায় প্রকাশ করা এটা কি পরিক্ষকের ব্যর্থতা নাকি বোর্ডের ব্যর্থতা? দয়া করে জাতিকে জানালে সকলে উপকৃত হবে। উল্লেখ্য ফেল থেকে কিভাবে জিপিএ ৫ ও উত্তীর্ণ হয় তা শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অঅভিভাবক ও সাধারণ মানুষের মনে আজ বড় ধরনের প্রশ্ন রয়েছে। যেহেতু যেসব ফাকিবাজরা পরিক্ষার উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করে না তাদেরকে চিহ্নিত করা বোর্ডের গুরু দায়িত্ব বটে। এমন নজীর পর্যন্ত রয়েছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর উত্তরপত্র কখনো চায়ের দোকানে, কখনো রাস্তায়, কখনো গাড়িতে কখনো নিজ সন্তানদের দিয়ে আবার কখনো প্রাইভেট সেন্টার ও কোচিং সেন্টার এর শিক্ষার্থীদের দিয়ে পাবলিক পরীক্ষার মতো এত গুরুত্বপূর্ণ বিষয় ছদ্মবেশধারি শিক্ষকেরা মূল্যায়ন করেছে। তাই এসব নামধারি শিক্ষকদের পরীক্ষার উত্তরপত্র না দেয়ার জন্য এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রাম থেকে।