মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

md.a alim, ১২ অক্টোবর, ২০২৩
মিঃ সাজু ভাই কল্যান ট্রাস্ট এর টাকার হিসাব দিবেন কি?
মোঃশোয়েব, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
শিক্ষার প্রাথমিক স্তর যদি জাতীয়করণ হয়ে থাকে তবে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা কেন বেতন বিহীন স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ এবং বেতন-ভাতা পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। অভিন্ন সিলেবাসে পাঠদান করে এদেশের প্রাথমিক বিদ্যালয় (সকল রকমের সরকারি সুবিধা পান) গুলো ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা (বেতন-ভাতা বিহীন মানবেতর জীবন-যাপন করছেন) এই বৈষম্যের শেষ কবে হবে। আমাদের দেশের মানবাধিকার সংস্থা ও মিডিয়ার এই বৈষম্য চোখে পড়ে না।
Mostaq ahmed, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
এ ১০ বছর কারো মনে ছিলো না। এবার মনে থাকবে তো?
মো: শফিউল্লাহ, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
গনতান্ত্রিক পদ্ধতিতে যেই ক্ষমতায় আসুক না কেন । সে ই শিক্ষকদের জাতীয় করনের জন্য কাজ করবেন ইনশা আল্লাহ । তবে চুরা পথ দিয়ে ক্ষমতায় গেলে এহকাল ও পরকাল দুই নষ্ট হয়ে যাবে, এহকালে গালি গালাস, মানুষের অভিশাপ, সকল ভাতা হারাম, এবং পরকালে রয়েছে কঠিন জাহান্নাম।
Md.Bahar Ullah, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
আপনারা টানা ৩ টার্ম ক্ষমতায়। এই ৩ টার্মে শিক্ষক কর্মচারীদের কোন চাকুরী জাতীয়করন হয়নি।আগামীতে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শিক্ষকদের চাকুরী জাতীয়করন হবে এটা বিশ্বাস করা বোকার স্বর্গে বসবাস করার সমতুল্য। শিক্ষকরা বিভিন্ন সময় প্রেসক্লাবে তাদের দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করেছে কিন্তু সরকার এতে কোন কর্নপাত করেনি। সুতরাং এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চাই না। নতুন সরকার আসুক এটাই চাই।
মহঃ আবু কায়েশ, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
শিক্ষকরা দুইবারে টানা ২ মাসের বেশি সময় আন্দোলন করলো। তখন কেঊ খোজ নেন নি। তাদেরকে অবহেলার চোখে দেখেছেন। একটা মন্ত্রীও শান্তনার বাণী শোনায়নি। ১ শতাংশও কোনো সুযোগ সুবিধা বৃদ্ধি করেননি।। কথাগুলো ৫ লক্ষ শিক্ষক পরিবারের হৃদয়ে গেথে আছে।