মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ টোকোনুজ্জামান মোল্লা, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
রেল খাত, বিমান খাতে সরকার কত লস করে তবুও সেটা চালু রাখে অথচ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি করে এরা কেমন বেকুবের দল! শিক্ষাখাতের খরচকে অপচয় মনে করে এরা কোন গো-মূর্খ! শিক্ষা প্রতিষ্ঠানকে বেঙের ছাতা বলে এরা কোন অধম! শিক্ষা প্রতিষ্ঠানকে যারা কুনজরে দেখে এরা কোন অন্ধ! নন-এমপিওদের বিরুদ্ধে তেল মারে, আর দালালি করে এরা কোথাকার পাচাটা কুত্তা! এরাই দেশটা ধ্বংস করেই ছাড়বে রক্তচুষারা!
Tabiatkowser, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
এসব শিক্ষা প্রতিষ্ঠান কারা স্বীকৃতি দিয়েছে আগে তাদেরকে ধরা উচিত। যখন তখন এমপিও আর এমপিও দেওয়ার আন্দোলন দেখলে মনে হয় সরকার টাকার গাছ লাগিয়েছে। স্বীকৃতির সময়তো কোন এমপিও দাবি করে না, তাহলে পরে কেন এমপিও দাবি করা হয়? এর যোগ্য সমাধান দিতে হলে ওইসব প্রতিষ্ঠান বাতিল করে দেওয়াই একমাত্র সমাধান মনে করি।
Yeakub Ali, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
যেখানে সেখানে এমপিওভুক্ত না করে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীদের নিকটস্থ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করাটাই সবচেয়ে উত্তম সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি।
Yeakub Ali, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
ব্যাঙের ছাতার মত যেখানে সেখানে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে শুধুমাত্র ব্যবসা করার জন্য। এসবের জন্য সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাই বেশি দায়ী। আমাদের এলাকায় এক কিলোমিটারের মধ্যে তিনটি মাধ্যমিক বিদ্যালয়। যেখানে একটি বিদ্যালয় যথেষ্ঠ। কি উদ্দেশ্য নিয়ে এইসব বিদ্যালয় গড়ে উঠেছে? কিসের বিনিময়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পাঠদানের অনুমতি দেয়, এমপিও ভুক্ত করে? জনগণের টাকা এভাবে অপচয় করার অধিকার কে তাদের দিয়েছে? দেশ এখন আর্থিক সংকটের মুখে আছে, শিক্ষা দেওয়ার নামে অর্থের অপচয় রোধ করার দিকে সরকার/কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত নয় কি?
পিয়াল সরকার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
পৃথিবীতে এ রকম শিক্ষক আমার মনে হয় নাই। এটি জাতির জন্য লজ্জাজনক।