মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Mir Muhammad amimul ehsan, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
কাজের কাজ কিছু না হলে ও এরকম আশার বাণী কিছুদিন পর পর শুনতে তেমন খারাপ লাগেনা। তারপরে ও দ্রত বাস্তবায়নের প্রত্যাশায় থাকবে এম্পিওভূক্ত সকল শিক্ষক।
Md.Alauddin, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
শিক্ষকদের সকল দুঃখ দুর্দশা তুলে ধরার জন্য ধন্যবাদ। ২০২২ সালের ৬ জুলাই, আপিলের মাধ্যমে ২০২৩ সালের ১২ জানুয়ারি তারিখে প্রায় ৩,০০০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ঘোষণা করা হয়। যাচাই-বাছাইসহ নানা প্রশাসনিক জটিলতার কারণে বেতন চালু হতে ১০/১২ মাস সময় লেগে যায়। যে সকল শিক্ষকের বেতন ইতোমধ্যে চালু হয়েছে তাদের বকেয়া বেতন দেওয়া হবে বলে পরিপত্র প্রকাশ করা হয়েছে। কিন্তু যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আপিলের মাধ্যমে এমপিওভুক্ত হয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ২০২২ সালের জুলাই থেকে বেতন পাবে নাকি ২০২৩ সালের জানুয়ারি থেকে বেতন পাবে তা বুঝতে পারছে না। এ বিষয়ে সঠিক তথ্য তুলে ধরার জন্য দৈনিকশিক্ষা প্রত্রিকার শ্রদ্ধেয় সম্পাদকমণ্ডলীর কাছে বিশেষভাবে অনুরোধ করছি।
মো:আতাউর রহমান, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
স্যার এত দিন পর আপনি আবার ও আমাদেরকে আশার বানি শোনালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার দয়া করে জানাবেন আর কত দিন লাগতে পারে জানালে ভালো লাগতো।অনেক জুলুমের হাত থেকে বাঁচতাম। আবার ধন্যবাদ স্যার।
মোঃ আরিফুল ইসলাম, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
ইএফটি কোমায় আছে।
Rafiqul islam, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
এগুলো মন জুড়ানো কথা,আর কি বলে সান্তনা দিবেন ওনারা। শিক্ষকদের নিয়ে এমন অনেক মস্করা হয়,তাতে শিক্ষকসম্প্রদায় মনে কিছু করেন না।
Md. Anwarul Islam, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
good
A. H. M. Faruque Rahman, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
দুই বছরের বেশি সময় গেছে যাচাই করতে এখনো শেষ হলো না। আরো কত বছর লাগবে তারও ঠিক নেই। ইচ্ছা থাকলে উপায় হয়। এটাই বাস্তবতা।
S M KAMAL UDDIN ., ২৫ সেপ্টেম্বর, ২০২৩
কথা কাজে কোন মিল নাই। এমন বক্তব্য আরও অনেকবারই শুনে।