মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Kazi Moynul Islam, ০২ অক্টোবর, ২০২৩
ইএফটি এতদিনে বাস্তবায়ন না হওয়া দুঃখজনক।
Md.Akbar Hosen, ০২ অক্টোবর, ২০২৩
লাস্ট তারিখ উল্লেখ করাসহ প্রজ্ঞাপনটা দিলে পাঠকদের উপকার হত।
মোঃবজলুর রহমান,সহকারী সুপার,পূর্বচর পাড়াতলা জালাল উদ্দিন দাখিল মাদরাসা।, ০২ অক্টোবর, ২০২৩
মাদরাসা শিক্ষকদের বেতন কবে ছাড় হবে?
Paritosh biswas, ০২ অক্টোবর, ২০২৩
আমি একটা স্কুলে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছি । আমি বিগত মে মাসে যোগদান করি এবং এই সেপ্টেম্বর মাসে এমপিও ভুক্ত হই । আমার বকেয়া বেতনের জন্য এই মাসের ৮ তারিখের মধ্যে অবশ্যই দর খাস্ত করতে হবে নতুবা আরও দুই মাস অপেক্ষা করতে হবে । কিন্তু দরখাস্ত করার জন্য ব্যাংক স্টেটমেন্ট লাগবে যেটা বেতন জমা হবার পর নিতে হবে । এই মাসের বেতন উত্তোলনের শেষ তারিখ যদি ১২ হয় তাহলে আমার আরও দুই মাস অপেক্ষা করতে হবে । এই ব্যবস্থার উন্নতি চাইছি ।
Md. Shariful Islam, ০২ অক্টোবর, ২০২৩
EFT কবে নাগাত চালু হবে।
মো:আতাউর রহমান, ০২ অক্টোবর, ২০২৩
কবে নাগাদ পাব তার কোন তারিখ উল্লেখ করলে ভালো হত।
MD:Nazmul Huda, ০২ অক্টোবর, ২০২৩
Last date koto?
মাওলানা মো. আজহারুল করিম,সহকারী শিক্ষক, খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,রামপুরা,ঢাকা।, ০২ অক্টোবর, ২০২৩
২অক্টোবর বেতন ব্যাংকে গেলেও ৭দিন পর উঠাতে পারি... এটা কেন...? ব্যাংকে যদি টাকা সময় মতো যায় তবে আমরা সময় মতো পাইনা কেন...????