মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Binoy Krishna Bhowmick, ০৩ অক্টোবর, ২০২৩
তাহলে দূর্নীতিবাজদের আরো দূর্নীতি করার সুযোগ দেওয়া হবে। কেও শুধু বাংলা প্রশ্ন দিয়ে বা গোপন বিজ্ঞাপন দিয়ে বা পাতানো পরীক্ষা দিয়ে বা আত্নীয় বা নিকট জন বা এলাকার বলে বা জাতি গত হওয়ায় হারে হায় কতরকম দূরনীতির মাধ্যমে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক হয়। এরকম অবস্থা চলতে থাকলে জাতি কিভাবে স্মাট জাতিতে পরিণত হবে, স্মাট বাংলাদেশ গড়ে তোলা হবে।
md. rafikul islam, ০৩ অক্টোবর, ২০২৩
দায়িত্বশীল পদে থেকে মহাপরিচালক কি সভাপতিত্বে উপস্থিত না থেকে চাকরিতে থাকতে পারেন?
MD.Jaber Ali, ০৩ অক্টোবর, ২০২৩
প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক পদে NTRCA এর আওতায় লিখিতো পরীক্ষা, মৌখিক এবং ডেমো ক্লাসের মাধ্যমে নিয়োগ দেয়া হোক।
Khalil Master, ০২ অক্টোবর, ২০২৩
আসলে এই বিষয়ে এত জটিলতা নাই। শুধু আইন সংশোধন করে নিলেই হয়। যেহেতু এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ এনটিআরসিএ কর্তৃপক্ষ দিচ্ছে, তাই সকল শিক্ষক যোগ্য হয়েই আসছেন। যোগ্য শিক্ষকদের আবার যোগ্যতা যাচাই করা দরকার নেই। জেষ্ঠতার ভিত্তিতে পদন্নোতির মাধ্যমে নিয়োগ দেওয়াই সবচেয়ে সঠিক হবে।