মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মাহবুবুন নবি, ১২ অক্টোবর, ২০২৩
যারা সুপারিশ পেয়ে যোগদান না করে প্রতিষ্ঠান এর ক্ষতি করেছে তাদের কি শাস্তির আওতায় আনা হবে?
Rahmat Ali, ১১ অক্টোবর, ২০২৩
আমার কাছে পুলিশ টাকা দাবী করেছে।বলেছে পাসপোর্ট এর ভেরিফিকেশনের মতো ৫০০ আর ১০০০ এ হবে না। মোটা অংকের লাগবে। না হয় আমি নেগেটিভ মন্তব্যে বলে দিবো ওনি চাকুরি করবে না।
MD. SAIFUL ISLAM, ১১ অক্টোবর, ২০২৩
রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় যে সকল মাধ্যমিক শিক্ষা অফিসার মাউশি ও মাশিঅ-এর মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছে তাহাদের দ্বারাই বেশি হয়রানীর শিকার হচ্ছেন ৪র্থ সুপারিশপ্রাপ্ত বিভিন্ন স্তরের নতুন শিক্ষকরা তাহাদের এমপিওভুক্তির ক্ষেত্রে, মাধ্যমিক শিক্ষা অফিসাররা কাউকে বলতেছন নতুন সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফাই এর ছাড়া পাঠানো যাবে না, আবার কাউকে বলতেছেন নতুন সুপারিশপ্রাপ্তদের এমপিওভূক্তির আবেদন প্রেরনের কোন নির্দেশ আসেনাই, অথচ আবেদনকারীর পক্ষ থেকে কিছু টাকা পেলেই ফাইল চলে যায় সেন্ট্রাল প্রোগ্রামারের কাছে. মুহাঃ সাইফুল ইসলাম হেড মুহাদ্দিস কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা