বর্তমানে বহু প্রতিষ্ঠান কাম্য যোগ্যতা অর্জন করেছে, এই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির জন্য আবেদন নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সংসদে বলেছেন, "আগামী মাসে আবেদন নেওয়া হবে"। আশাকরি তিনি তাঁর কথা রাখবেন।
Yeakub Ali, ১৭ অক্টোবর, ২০২৩
ব্যাঙের ছাতার মত যেখানে সেখানে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে শুধুমাত্র ব্যবসা করার জন্য। এসবের জন্য সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাই বেশি দায়ী। আমাদের এলাকার কথাই বলি- ৩ কিলো মিটারের মধ্যে ৩ টি মাধ্যমিক বিদ্যালয়, কি উদ্দেশ্য নিয়ে এইসব বিদ্যালয় গড়ে উঠেছে? যেখানে ১টি বিদ্যালয়ই যথেষ্ট! কিসের বিনিময়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পাঠদানের অনুমতি দেয়, এম.পি.ও ভুক্ত করে? জনগণের টাকা এভাবে অপচয় করার অধিকার কে তাদের দিয়েছে?
দেশ এখন আর্থিক সংকটের মুখে আছে, শিক্ষা দেওয়ার নামে অর্থের অপচয় রোধ করার দিকে সরকার/কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত নয় কি?
অর্থের অভাবের অজুহাত দেখিয়ে এম পি ও ভুক্ত শিক্ষকদের বেতন কম দেওয়ার নীতিমালা তৈরি করেছেন।
অথচ অপ্রয়োজনীয় প্রতিষ্ঠানকে এম পি ও ভুক্ত করছেন, কেন? এসব কিসের আলামত?