মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Mahmud Hasan, ১৮ অক্টোবর, ২০২৩
বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এই অফিসার ঘুসকে ঘুস মনে করছেন না এর বিরোদ্ধে দুদকে মামলা হওয়া উচিত কেননা সরকার এন টি আর সি এর মাধ্যমে শিক্ষক নিয়োগে যে স্বচ্ছতা এনেছেন তাতে সরকার ও এন, টি, আর, সি, এ কর্তৃপক্ষ ধন্যবাদ ও দোয়া পাচ্ছে । আর এই অফিসার নামের কলঙ্ক কী বলে? আমি উর্দ্ধতন কর্তা ব্যক্তিদের অনুরোধ করবো আপনারা আক্কেলপুরকে কলঙ্কমুক্ত করুন যেভাবে আরিফুলকে (যে মাত্র একজন শিক্ষিকাকে প্রতারনা করে বিয়ে করেছেন তাই) আর ইনি তো ............. প্রয়োজনে প্রতারকের স্ত্রীর মত রাস্তায় বসুন বিচার পাবেন আশা করি।
Tabiatkowser, ১৮ অক্টোবর, ২০২৩
চন্দনাইশ উপজেলারর মাধ্যমিক শিক্ষা অফিসার লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে ঘুষের স্বর্গরাজ্যে পরিণত করেছে। দেখার মত কেউ নেই। ওনি এমন এমন কথা বলে যে,ককর্তৃপক্ষকে পর্যন্ত বেহুস করে দেয়। ঝাড়ুদার নিয়োগে পর্যন্ত টাকা ছাড়া কোন কাজ করে না।
Tabiatkowser, ১৮ অক্টোবর, ২০২৩
এ ধরনের ঘুষ বাণিজ্যে প্রতিষ্ঠান প্রধানও জড়িত। এ ঘুষের অংশে প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সভাপতিও জড়িত আছে। তাই এমপিও অটোমেশন ছাড়া কোন উপায় নেই। উল্লেখ্য এমপিও অটোমেশন করলেও সেখানে যেন এসব ঘষখোর কর্মকর্তাদের মতো যেন ঘুষের মেলায় পরিণত না হয়, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।
Tabiatkowser, ১৮ অক্টোবর, ২০২৩
এইসব অফিসারদের শাস্তি জনগণের উপর ছেড়ে দিতে হবে। প্রয়োজনে বিচার করার প্রয়োজন হলে হবে।
MD, ১৮ অক্টোবর, ২০২৩
সত্যই কথা বলতে অধিদপ্তর থেকে যে সমস্ত ইমেইল প্রতিষ্ঠান এ আসে এগুলো বাস্তবায়ন হলো কি না বা প্রতিষ্ঠান ঠিকঠাক মত চলছে কি না এটা দেখার সময় শিক্ষা অফিসার দের নেই কিন্তু প্রতি মাসের ১-১০ তারিখ কে কে ফাইল পাঠালো এদের কিভাবে কল দেয়া যাবে টাকা কত নেয়া যাবে এই হলো আসল উদ্দেশ্য। উনি যে কথা নিজের মুখে স্বীকার করেছেন এতে দুদকের উচিত এই অফিসারকে আইনের আওতায় আনা।
MD, ১৮ অক্টোবর, ২০২৩
অন্য উপজেলার প্রমাণ লাগবে কি? আমরা সকলে ভুক্তভোগী
Md. Sahfiqul Islam, ১৮ অক্টোবর, ২০২৩
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সরকার ‍কি জন্য নিয়োগ দেয় যে, তাদের পারিশ্রমিক হিসেবে শিক্ষক কর্মচারীর এমপিওর অগ্রায়নপত্র ছাড়তে তাদের টাকা দিতে হবে । এ সমস্ত অসৎ ও ঘুসঘোর অফিসাররা অফিসারের নামে কলণঙ্ক এদের বিচারের আওতায় আনা উচিৎ এবং এদর দারা সরকারের ভাব মূর্ত নষ্ট হয়। এদের সাজা হওয়া উচিৎ।
মোঃ ইউসুফ আলী, মাগুরা এম.ইউ আলিম মাদ্রাসা, ১৮ অক্টোবর, ২০২৩
সরকার তাহলে বেতন কিসের জন্য দেয়।তিনি কি ওভার ডিউটির পারিশ্রমিক নেন? আর ওভার ডিউটি তো অফিস টাইমের বাইরে।অথচ তিনি অফিস আওয়ারে সম্মানী চান। এটা কেমন কথা?
md. rafikul islam, ১৮ অক্টোবর, ২০২৩
যারা বলেছে আমি ঘুস দিয়েছি,এতেই পুলিশ, দুদক মামলা করতে পারতো যদি সে,,,, থাকতো,কিন্তু দেশ উন্নত তাই দোষের কিছু নাই।
মোঃ মফিজুল হক, ১৮ অক্টোবর, ২০২৩
আসসালামুয়ালাইকুম, জনাব , শুধু আক্কেলপুরে এ ঘটনা নয়, সারাটা দেশ একই পথে হাঁটছে। এ রাস্তা বন্ধ করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এর ক্ষমতা কমিয়ে জেলা প্রশাসক এঁর মাধ্যমে নিয়োগ ব্যবস্হা করতে হবে। আইন করে ঘুষ বন্ধ করতে হবে। ঘুষ নিলে প্রমাণ সাপেক্ষে চাকুরীচ্যুত করতে হবে।