মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD NURUL ISLAM, ২৫ অক্টোবর, ২০২৩
অনেকের মন্তব্য পড়লাম। আমারা মন্তব্য করবো কিনা একটু চিন্তায়, পড়ে গেলাম। যাক একটা করে ফেলি আপনার মনে কিছু নিবেন না। এগুলো যা হচ্ছে সব হচ্ছে শান্তনা মূলক যার ফলাফল (0) এতটুকু বললাম।
suplob pal, ২২ অক্টোবর, ২০২৩
বদলি একটি মানবিক অধিকার ।তাই সর্বজনীন বদলি চাই ।
Mizan, ২১ অক্টোবর, ২০২৩
পারস্পরিক বদলি না করে শূন্য পদে বদলির ব্যাবস্থা করার দাবি জানাচ্ছি।
Md.Baddeujjqman, ২১ অক্টোবর, ২০২৩
একটাই কথা বার বার,,সামনে আসছে,, সেটা হলো, NTRCA,, সুপারিশ কৃত শিক্ষক দের কথা,,, তাহলে কি NTRCA,,সুপারিশ কৃত শিক্ষক ছাড়া যরা কমিটির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত শিক্ষক কর্ম চারী আছেন তারা কি এই সুবিধা থেকে বঞ্চিত হবে,,,? বিশেষ করে কর্মচারী যারা আছেন তাদের কি হবে,,,
Tabiatkowser, ২১ অক্টোবর, ২০২৩
এখানেও গবেষণা মন্ত্রীর গবেষণা করতে হবে? নতুবা আলোর মুখ দেখবে না.।
Tabiatkowser, ২১ অক্টোবর, ২০২৩
এখানেও গবেষণা মন্ত্রীর গবেষণা করতে হবে? নতুবা আলোর মুখ দেখবে না.।
মোঃ আরিফুল ইসলাম, ২১ অক্টোবর, ২০২৩
শিক্ষকদের নিয়ে আর তামাশা করবেন না।পারলে সর্বজনীন বদলি চালু করেন।
Md shihab uddin, ২১ অক্টোবর, ২০২৩
এই নীতিমালা সার্বজনীন হওয়া উচিত।
mohd.suza uddin, ২১ অক্টোবর, ২০২৩
বদলি তো বদলি। এখানে পারস্পরিক বা অন্য কিছু বলার দরকার কি। শুভঙ্করের ফাঁকি যেনো না হয়। ঝামেলা মুক্ত বদলির ব্যাবস্থা করার দাবি জানাচ্ছি।
হুমায়ুন কবীর, চরমোনাই কামিল মাদরাসা, বরিশাল।, ২১ অক্টোবর, ২০২৩
বদলি নীতিমালা হচ্ছে ভাল কথা কিন্তু সেখানে শুধু এনটিআরসিএ কর্তৃক এমপিওভূক্ত শিক্ষকদের কথা বার বার ভেসে আসছে। তাহলে ইনডেক্সধারী অন্য শিক্ষক-কর্মদেচারীদের কী হবে? যদি আপনারা কোনো নীতিমালা করেন তাহলে যেন সকল ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীগণ সে নীতিমালার আওতায় চলে আসে তা করার অনুরোধ রইল।তবে এটা হবে একটি যুগন্তকারী পদক্ষেপ এবং অসংখ্য শিক্ষা পরিবারের দীর্ঘ দিনের আশা আকাঙ্খার সফল সমাধান। আশাকরি বিষয়টি ভালভাবে ভেবে দেখবেন কর্তৃপক্ষ।
Md. Shahjahan, ২১ অক্টোবর, ২০২৩
এমপিওভূক্ত সকল শিক্ষককে বদলির এ নীতিমালার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। যাতে সকল শিক্ষক উপকৃত হতে পারেন। আশা করি কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। মোঃ শাহজাহান সহকারী শিক্ষক পূর্ব জুরাইন আদর্শ উচ্চ বিদ্যালয়
Md. Shahabul Islam, ২১ অক্টোবর, ২০২৩
এইসব নাটক মাননীয় শিক্ষামন্ত্রী কেন করেন, উনার কি এতটুকু বোধবুদ্ধি নেই? নিজেকে আর কতো ছোটো করবেন তিনি।
মো: ফরিদুল ইসলাম, ২০ অক্টোবর, ২০২৩
বদলি নীতিমালা হচ্ছে তার জন্য কর্তৃপক্ষকে স্বাগতম জানাই এবং বদলি ব্যাবস্থা চালু করে জাতিকে কলঙ্ক মুক্ত করুন এটা পুরা শিক্ষা পরিবারের প্রানের দাবি যা শুধু শুনা যাচ্চে হবে হবে কিন্তু কেউ কোন দিন আর আলোর মুখ দেখেনি এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা কথা কাজে কোন মিল খুজে পাওয়া যায় না ঠিক যেন -- (EFT)-- এর মতো হয়ে গেছে । এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলিটা যদিও লাখ লাখ শিক্ষকরে স্বপ্নের সেতুর মতো কিন্তু এই নীতিমালা সার্বজনীন হওয়া উচিত যেন পদ্মা সেতুর মতো একদিন বাস্তবে রুপ নেয় তাহলে পুরা জাতির উপকারে আসবে। নইলে আরেকটি বৈষম্য সৃষ্টি করবে যা কারো কাম্য নয়। আশা করছি দেনিকশিক্ষা.কম এবং শিক্ষা বার্তার প্রচারের মাধ্যমে সকলে যেন উপকৃত হয় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দেখেন পাশাপাশি বদলি নীতিমালায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সকলকে অন্তর্ভুক্ত করা উচিত এটা এমপিও ভূক্ত সকল শিক্ষক-কর্মচারীদের বহুদিনের সপ্ন ।
কাজী মোঃ করিম, ২০ অক্টোবর, ২০২৩
বদলি চালু করলে সকল ইন্ডেক্সধারি শিক্ষক-কর্মচারীদের বদলি চালু করা হোক। যাতে সকলে উপকৃত হয়।
মোঃ মঞ্জুর মোর্শেদ, ২০ অক্টোবর, ২০২৩
সকল এমপিও ভুক্ত শিক্ষকের জন্য বদলি জরুরী। ১/২ বছরের বেশি কোন শিক্ষক কোন প্রতিষ্ঠনে থাকবে না- সেটা করলে আরো ভালো হয়।
Mozaffor hossain, ২০ অক্টোবর, ২০২৩
২২ তারিখের আগে আপনারা এনটিআরসিএ মাধ্যমে সুপারিশ করা প্রার্থীকে আলাদা গণবিজ্ঞপ্তির মাধ্যমে বললি দেওয়া হোক বিষয়ে সংবাদ প্রচার করবেন এমনটাই প্রত্যাশা।
মোঃ ইমদাদুল হক, ২০ অক্টোবর, ২০২৩
বদলি চালু করলে সবার জন্য করুন, জাতি উপকৃত হবে, পারস্পারিক বদলি নয়, প্রথমে শূন্য পদের চাহিদা নেওয়া হোক, তারপর বদলি বিজ্ঞপ্তির মাধ্যমে বদলির জন্য আবেদন নেওয়া হক। নতুন শিক্ষকগণ যেভাবে চাকরির আবেদন করে, যার ভাগ্যে যে প্রতিষ্ঠান মেলে সে সেই প্রতিষ্ঠানে নিয়োগ পায়, ইনডেক্স ধারী সকল শিক্ষকদের জন্য সেরকম আবেদন নেওয়া হোক, যার ভাগ্যে যে প্রতিষ্ঠান মেলে সে সেই প্রতিষ্ঠানে বদলি হবে। আমার বাড়ি পাবনা ,আমি শিক্ষকতা করি হবিগঞ্জ , আমার জানা মতে হবিগঞ্জের কেউ পাবনাতে চাকরি করে না, যদি পারস্পারিক বদলি দেওয়া হয় তাহলে আমার বদলি কখনো সম্ভব না। আমার অনুরোধ সকল শিক্ষকদের জন্য বদলি ব্যবস্থা করা হোক। কাউকে নির্দিষ্ট করে নয়, পারস্পারিক শর্ত দিয়ে নয়।
Mostaq ahmed, ২০ অক্টোবর, ২০২৩
সিন্ধান্ত নিবে, নেযনি।এহুজগতে হবে কিনা সন্দেহ।
মোঃ হারুনুর রশীদ, ২০ অক্টোবর, ২০২৩
বদলি নীতিমালা হচ্ছে স্বাগতম জানাই। কিন্তু এই নীতিমালা সার্বজনীন হওয়া উচিত। নইলে আরেকটি বৈষম্য সৃষ্টি করবে যা কারো কাম্য নয়।আশা করছি উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দেখবেন।বদলি নীতিমালায় বেসরকারি এমপিওভুক্ত সকলকে অন্তর্ভুক্ত করা উচিত।
মোঃ আরিফুল ইসলাম, ২০ অক্টোবর, ২০২৩
বদলি ব্যাবস্থা চালু করে জাতিকে কলঙ্ক মুক্ত করুন।
মোঃ আরিফুল ইসলাম, ২০ অক্টোবর, ২০২৩
বদলি ব্যাবস্থা চালু করে জাতিকে কলঙ্ক মুক্ত করুন।
bupul mandal, ২০ অক্টোবর, ২০২৩
পারস্পরিক বদলি দিলে আর একটা ঝামেলা আছে স্যার! বরিশাল বিভাগের কোন স্যার আমার আশেপাশের জেলায় নাই! কারণ এই জায়গায় ওই বিষয়ে কাম্য নিবন্ধন শিক্ষার্থী পাওয়া যায় না! তাতে লাভ হলো কি???? এই বদলি???
bupul mandal, ২০ অক্টোবর, ২০২৩
পারস্পরিক বদলি দিলে আর একটা ঝামেলা আছে স্যার! বরিশাল বিভাগের কোন স্যার আমার আশেপাশের জেলায় নাই! কারণ এই জায়গায় ওই বিষয়ে কাম্য নিবন্ধন শিক্ষার্থী পাওয়া যায় না! তাতে লাভ হলো কি???? এই বদলি???
আবু জাহেদ মুহাম্মদ য়াছিন, ১৯ অক্টোবর, ২০২৩
যারা এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত নিয়োগ নন; নিবন্ধন সনদ নিয়ে মাদরাসা কমিটির মাধ্যমে নিয়োগ, তারা কী বদলি নীতিমালার আওতায় আসবে না?
কাজী মোঃ করিম, ১৯ অক্টোবর, ২০২৩
এমপিও ভুক্ত ইন্ডেক্সধারি সকল শিক্ষকদের বদলির আওতায় আনার জোর অনুরোধ করছি।