মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md Abdul Alim, ১১ নভেম্বর, ২০২৩
সরকার কেন বি এড অনুমোদন দেয়?
ওসমান গনি, ২২ অক্টোবর, ২০২৩
যে সব বিশ্ববিদ্যালয়ের বিএড বাতিলের সুপারিশ করা হয়েছে সেই বিশ্ববিদ্যালয় গুলো অনুমোদন দিয়েছিল কে। তাছাড়া এম পি ও প্রদানের সময় দেখার দায়িত্ব কার ছিল। সুতরাং পরিদর্শকদের বলব আপনারা যে সার্টিফিকেট অবৈধ বলেছেন। কীভাবে বা কোন দৃষ্টিতে বললেন।
Md. Salim Khandoker, ২২ অক্টোবর, ২০২৩
সব বাতিল না কোনো সময়সীমা উল্লেখ আছে?
Toabur prodhan, ২২ অক্টোবর, ২০২৩
বিএড অর্জন করতে কোন লেখাপড়া করতে হয় না খুব ভালো করে একটা কম্পিউটারের দোকানে গিয়ে অথবা নিজের কম্পিউটার দিয়ে সনদ টি অর্জন করা যায়। করলেই ৪০০০ টাকা বেতন বৃদ্ধি হয় এতে অপরাধ কি। আর অডিটের সময় এক মাসের বেতন দিলেই তো হয়ে যায়। এতে অডিট অফিসার খুশি নিজেও খুশি
আব্দুস সবুর মিয়া, ২২ অক্টোবর, ২০২৩
ময়মনসিংহ অঞ্চল ময়মনসিংহের উপপরিচালক কানে ধরেছেন। শিক্ষা মনত্রণালয় থেকে ফোন করার পর সরি বলেছেন। এখন সব ঠিক । ২৩টিই বৈধ।
MAMUN GAZI, ২২ অক্টোবর, ২০২৩
সঠিক সিদ্ধান্ত