বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন ও ২/৩ ঘন্টা ব্যাপি ভর্তি পরীক্ষার বিধান রাখা হয়েছে, সে সময় যে সকল ছেলে মেয়েরা অসুস্থ থাকেন তারা কিন্তু ঐ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হন।তাই আমার ধারনা মোতাবেক বর্তমান ষান্মাসিক বা সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে নয় ,আবার সনাতন পরীক্ষা পদ্ধতিতে ও নয়,মূল্যায়ন করা হোক সেমিষ্টার পদ্ধতিতে যেখানে ১ বছরে ৫ টি সেমিষ্টার রাখা হোক।এতে করে কেউ যদি অসুস্থও হয় তাহলে তার সঠিক মূল্যায়ন করা সম্ভব।বর্তমান মূল্যায়ন পদ্ধতিতেও একজন ছেলে/মেয়ে এই দুইটি মূল্যায়নের সময় অসুস্থ হতেও পারেন ,সেক্ষেত্রে তাদের সঠিক মূল্যায়ন কি সম্ভব?