নতুন কারিকুলামে কোচিং সেন্টার ও কিন্ডারগার্টেনের? প্রশিক্ষণ কেন? তারা কি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন? তাদেরকে কোন দিক বিবেচনা করে প্রশিক্ষণের আওতায় আনা হবে? এই ধরনের খতকারীদের সিদ্ধান্তের কারণে দিন দিন সাধারণ ক্যাটাগরির শিক্ষা প্রতিষ্ঠানের কদর কমে যাচ্ছে। তাই এই বিষয়টি একবার চিন্তাভাবনা করার দরকার। কারণ তারা শিক্ষার মান নিচে ফেলতেছে। তাই এদেরকে কিছুতেই নতুন কারিকুলাম এর আওতায় আনা উচিত নয়।
Tabiatkowser, ১১ ডিসেম্বর, ২০২৩
শিক্ষকরা একদিকে নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ ও অন্যদিকে ভোটের প্রশিক্ষণ। তারা উভয় প্রশিক্ষণ নিয়ে মহা খুশি। যেহেতু প্রশিক্ষণের টাকা দুই দিক থেকে আসবে। অন্যদিকে নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ গোল্লায় যাক ঐদিকে তাদের খেয়াল করার প্রয়োজন নেই। তাদের আগে প্রয়োজন টাকা।
Tabiatkowser, ১১ ডিসেম্বর, ২০২৩
নির্বাচনের এই মুহূর্তে শিক্ষকদের প্রশিক্ষণ হবে অর্থহীন। কেননা নতুন শিক্ষা ক্রমের প্রশিক্ষণ আর ভোটের প্রশিক্ষণ এক নয়। একদিকে নতুন শিক্ষাক্রমের পাঠ্য বই ও টিজি এখনো পর্যন্ত বের হয়নি। তাই এই মুহূর্তে শিক্ষকদের প্রশিক্ষণ কিছুতেই উচিত নয়।