মাদ্রাসা অধিদপ্তরের ছুটি তালিকায় মাধ্যমিকের তুলনায় অসংগতি, দয়া করে প্রতিবেদন চাই।
দৈনিক শিক্ষা কে ধন্যবাদ।
Masud Bin Amin, ১৯ ডিসেম্বর, ২০২৩
একজন অভিভাবকের ৩ সন্তান থাকলে আর তাদের মাঝে ১ জন প্রাইমারিতে, ১ জন হাইস্কুলে আর একজন কলেজে পড়লে সেই অভিভাবকের পক্ষে ছুটিতে বেড়ানোর কোন প্ল্যান করাও কঠিন হয়ে পরে। আর শিক্ষক পরিবার হলে তো কথাই নাই। স্বামী বা স্ত্রীর একজন যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হন তবে তার পক্ষে বাচ্চাদের নিয়ে বেড়ানোর প্ল্যান করা অসম্ভব হয়ে পরে।
MD. AYUB ALI, ১৯ ডিসেম্বর, ২০২৩
শিক্ষা প্রশাসনের চরম গাফলতির সুন্দর দৃষ্টান্ত।যখন যেটা মনে হয় সেটাই করে কোনো জবাবদিহী নেই,, এ য়েন মগের মুল্লুক! ইচ্ছে হলেই একটা পরিপত্র দিয়ে ছুটি বাতিল করে দেয়। দেখার কেউ নেই।। সমস্ত জাতীয় দিবসে সকল শিক্ষক কে উপস্থিত থাকতে হয় অথচ তালিকায় লেখা থাকে ছুটি। টোটালি খামখেয়ালি।।।
Md Afzal Alam Chowdhury, ১৯ ডিসেম্বর, ২০২৩
তাছাড়াও যে সকল মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক স্তর রয়েছে, সেখানে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকগণকে বাধ্যতামূলক মাধ্যমিক স্তরে ক্লাস নিতে হয়। উচ্চমাধ্যমিক কলেজের ছুটির তালিকায় ছুটি থাকলেও মাধ্যমিক স্তরে ক্লাস থাকার কারণে তাড়া ছুটি বঞ্চিত হয়।