এই ধরনের লোকেরা শিক্ষক লেভেল ব্যবহার করে ফায়দা হাসিল করে। এতে আমাদের কোন লাভ নেই। বেসরকারি শিক্ষকদের নিয়ে কখনোই এরা সংসদে কথা বলবে না। আমাদের বেতন ভাতা থেকে সরকার দশ শতাংশ টাকা কেটে নেয়, বদলী নাই, নামমাত্র বাড়ী ভাড়া ও অসম্মান জনক উৎসব ভাতা ইত্যাদি ইত্যাদি জুলুম নির্যাতনের বিষয়ে বলতে গেলেই বলবে শিক্ষকরা খারাপ। রাষ্ট্র হাজার হাজার কোটি টাকার উন্নয়ন ঠিকই করছে, আমাদের বেলায় টাকা নাই। এক দেশে দুই তিন নীতি চলছে। এইরকম লোক দিয়ে তাই শিক্ষকদের কোন লাভ নেই। নির্বাচন আসলেই এরা বলবে আমি একজন শিক্ষক। পাস করার পর শিক্ষকদের জন্য সময় থাকে না। হায়রে শিক্ষককতা ! তোমার অনেক সম্মান