মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Reajul islam, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
আশা করি এবারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির তারিখ আর পরিবর্তন করা হবে না। শিক্ষক বদলির তারিখ অনেক পরিবর্তন করা হয়েছে । আবার অনেক আইনের জটিলতার কথা বলা হয়েছে। বাংলাদেশের অনেক আইন সহজে পাশ হয় শুধু শিক্ষক বদলি আইন জটিলতা বলা হয় । তাই সহজ নিয়মে সকল শিক্ষককে বদলির সুযোগ করে দেওয়া হোক । শিক্ষকেরা বদলি আশায় আছেন। বদলি হবেই। ইনশাআল্লাহ ।।
Reajul islam, ২৭ জানুয়ারি, ২০২৪
শিক্ষাকদের বদলি হতে কত দিন লাগবে? ২০১৯ খ্রিষ্টাব্দ হতে শিক্ষাকদের বদলির কথা শুনি কিন্তু বদলি হয় না। দুই মাসের মধ্যে বদলি দেখতে চাই তবে বদলি সহজ নিয়মে হওয়া চাই । আল্লাহ তাদের উপর রহমত করুণ । আমিন।
Reajul islam, ২৭ জানুয়ারি, ২০২৪
শিক্ষাকদের বদলি হতে কত দিন লাগবে? ২০১৯ সাাল শিক্ষাকদের বদলির কথা শুনি কিন্তু বদলি হয় না। দুই মাসের মধ্যে বদলি দেখতে চাই তবে বদলি সহজ নিয়মে হওয়া চাই । আল্লাহ তাদের উপর রহমত করুণ । আমিন।
Reajul islam, ১৮ জানুয়ারি, ২০২৪
বদলি খুবই দরকার
মোঃ মনিরুল ইসলাম, ১৬ জানুয়ারি, ২০২৪
একটা নীতিমালা করতে এত তালবাহানা করার কি দরকার। আজ মিটিং কাল মিটিং এত মিটিং দিয়ে কি হবে। প্রাইমারির মত আবেদন করবে সুবিধা মত বদলি করে দেবে। বেসরকারি শিক্ষকদের এরা মানুষই মনে করে না। ১০টা হতে ৫টা ডিউটি করতে হবে এই পরিপত্র করতেতো এত মিটিং লাগেনি! তাহলে এখন এত মিটিং কেন? যত সব ফালতু কাজ কর্ম। এরপর আবার শোনা যাচ্ছে মাধ্যমে যারা নিয়োগ হয়েছে তারা ছাড়া অন্য কেও বদলি হতে পারবেনা। তারপর যার নম্বর বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে। সামান্য বেতনে শতশত মাইল দূরে চাকুরী করে আর কত মানবেতর জীবনযাপন করবে বেসরকারি শিক্ষকগন? এদের দু:খের জীবন নিয়ে সরকার আর কত তামাশা করবে?