মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Mohammed Rahat Uddin, ২৬ জানুয়ারি, ২০২৪
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিড সার্টিফিকেট গ্রহনযোগ্য নয়, এই মর্মে সরকার থেকে কোন পরিপত্র জারি হয়েছে কিনা? যদি হয়ে থাকে তাহলে পরিপত্রের একটি কপি যদি কেউ পোস্ট করতেন তাহলে অনেক উপকার হতো।কারণ এখনো অনেকে বিভ্রান্তিতে আছি। এই সার্টিফিকে অনেকে স্কেল পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না। যদি নিষেধ হয় তাহলে তো কেহই পাবে না। আমার বিএড অতীশ দীপংকর বিশ্ববিদ্যালয় হতে সমাপ্ত করেছি। আমার সাথের কয়েকজনের বিএড স্কেল অনুমোদন হয়েছে। কিন্তু আমার টা হয়নি। আমি সিলেট এলাকার আওতায়। কোন কোনটার হয়েছে যদি জানাতেন।
Mohammed Rahat Uddin, ২৬ জানুয়ারি, ২০২৪
উত্তরা ইউনিভার্সিটিসহ কয়েকটির বিএড সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিড সার্টিফিকেট গ্রহনযোগ্য নয়, এই মর্মে সরকার থেকে কোন পরিপত্র জারি হয়েছে কিনা? যদি হয়ে থাকে তাহলে পরিপত্রের একটি কপি যদি কেউ পোস্ট করতেন তাহলে অনেক উপকার হতো।কারণ এখনো অনেকে বিভ্রান্তিতে আছি। এই সার্টিফিকে অনেকে স্কেল পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না। যদি নিষেধ হয় তাহলে তো কেহই পাবে না। আমার বিএড অতীশ দীপংকর বিশ্ববিদ্যালয় হতে সমাপ্ত করেছি। আমার সাথের কয়েকজনের বিএড স্কেল অনুমোদন হয়েছে। কিন্তু আমার টা হয়নি। আমি সিলেট এলাকার আওতায়।
Mohammed Rahat Uddin, ২৬ জানুয়ারি, ২০২৪
যেসমস্ত শিক্ষা অফিসারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে / উঠছে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হউক। কারণ তারা যেখানে বদলি হয়ে যাবে, সেখানেই অনিয়ম করবে। যে শিক্ষকদের দায়িত্ব জাতিকে আলোর পথ দেখনো। তাদেরকে চাকুরি করতে যেয়ে দুয়ারে দুয়ারে ঘুরতে হয় এবং ঘুষ দিয়ে কাজ করতে হয়। যদি ঘুষ বানিজ্য বন্ধ করতে না পারেন, তাহলে কিভাবে ঘুষের লেনদেন করতে হবে তার উপর প্রত্যকটা প্রতিষ্ঠানে অন্তত বছরে দুইবার ট্রেনিং এর ব্যবস্থা করা হউক।
MuhammadmAbdul Quddus, ২৫ জানুয়ারি, ২০২৪
সব গাছের শিকড় আছে।
MuhammadmAbdul Quddus, ২৫ জানুয়ারি, ২০২৪
সব গাছের শিকড় আছে।
MuhammadmAbdul Quddus, ২৫ জানুয়ারি, ২০২৪
সব গাছের শিকড় আছে।
তানভীর আহাম্মেদ, ২৫ জানুয়ারি, ২০২৪
নাসিরনগর এ রকম একজন শিক্ষা অফিসার আছেন (আজহার হোসেন), উনি নতুন এমপিওর আবেদন করলে ৫০০০ টাকার নিচে ফাইল ছাড়েন না। উনি বিদায়ী এমপির এবং গুনিয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একজন আস্হাভাজন লোক বটে