মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃমহররম আলী, ০৯ ফেব্রুয়ারি, ২০২৪
বদলি সময়ের ব্যাপার এবং সরকারের সদ ইচ্ছা আছে।
এনামুল হক, ০৫ ফেব্রুয়ারি, ২০২৪
আর কত শিক্ষক মরলে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, বাড়ি ভাড়া ও শতভাগ উৎসব ভাতা দেওয়া হবে।
Reajul islam, ০৪ ফেব্রুয়ারি, ২০২৪
শিক্ষক বদলি আশা নিয়ে একজন শিক্ষক শেষে মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইল্লাহি রাজিউন। একজন শিক্ষক বদলির আশা নিয়ে মৃত্যু বরণ করায় সকল শিক্ষক দু:খীত। শিক্ষক বদলি নিয়ে অনেক তামাশা ও অনেক তারিখ পরিবর্তন করা হয়েছে । ২০১৯ সাল থেকে শিক্ষক বদলির হওয়ার কথা শুনি । দায়িত্বশীল পদে আছেন,তাহারা শুধু বদলির আইনি জটিলতা কথাই বলেন । শিক্ষকেরা অনেক কষ্টে আছেন। আপনাদের কাছে শুধু বদলির নিয়ম দেখতে চাই ।
suplob pal, ০৪ ফেব্রুয়ারি, ২০২৪
বদলি প্রত্যাশীরা সবাই হতাশ ।
MD, ০৪ ফেব্রুয়ারি, ২০২৪
দেশের কতকিছুই না আইনের আড়ালে ঘটে যাচ্ছে তা সবার অজানা নয়। আজ যেই আইন কর্মকর্তা রা শিক্ষামন্ত্রালয়ে বসে আইন বা নীতিমালা জারি করছেন তারা অধিকাংশ বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ছিলেন। উনাদের বিবেক বা চিন্তনক্ষমতা এতটাই সীমাবদ্ধ হয়েগেছে যে উনারা গুরুজনের ভবিষ্যতের কথা ভাবার সময় নেই। এখানে প্রধানমন্ত্রীর কোনো সংক্ষিপ্ততা বা উদারতার কোনো আছে বলে মনেকরি না। উনার নিকট মন্ত্রণালয়ের কর্মকর্তা গন সঠিকভাবে উপস্থাপন করেন না বা করতে দেন না। এটা গোটা বা সমস্ত শিক্ষক সমাজের জানা। ##মহান আল্লাহ্তাআলা স্যারকে জান্নাতুল ফেরদাউস দান করুক তার পরিবারকে সুখী করুক##
Reajul islam, ০৪ ফেব্রুয়ারি, ২০২৪
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। হে আল্লাহ তাকে জান্নাত দান করুন । বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির জন্য অপেক্ষায় থাকতে হয় দিনের পর দিন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক বদলি আশা পূরণ না করে মৃত্যু বরণ করতে হয়। শিক্ষক বদলি । তারিখ অনেক দিন পরিবর্তন করা হয়েছে । শিক্ষক বদলি মানে আইনি জটিলতার কথাই বলা হয়। শিক্ষক বদলি না থাকলে শিক্ষকদের অনেক কষ্ট ভোগ করতে হয় ।
Reajul islam, ০৪ ফেব্রুয়ারি, ২০২৪
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। হে আল্লাহ তাকে জান্নাত দান করুন । বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির জন্য অপেক্ষায় থাকতে হয় দিনের পর দিন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক বদলি আশা পূরণ না করে মৃত্যু বরণ করতে হয়। শিক্ষক বদলি । তারিখ অনেক দিন পরিবর্তন করা হয়েছে । শিক্ষক বদলি মানে আইনি জটিলতার কথাই বলা হয়। শিক্ষক বদলি না থাকলে শিক্ষকদের অনেক কষ্ট ভোগ করতে হয় ।
ফজলুর রহমান, ০৪ ফেব্রুয়ারি, ২০২৪
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন, তাকে দয়া করুন, তাকে পূর্ণ নিরাপত্তায় রাখুন, তাকে মাফ করে দিন, তার মেহমানদারীকে মর্যাদাপূর্ণ করুন, তার প্রবেশস্থান কবরকে প্রশস্ত করে দিন। আর আপনি তাকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দিয়ে, আপনি তাকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করেছেন। আর আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে কবরের আযাব [ও জাহান্নামের আযাব] থেকে রক্ষা করুন।
Md. Rafiqul Alam, ০৩ ফেব্রুয়ারি, ২০২৪
আজ সারা বাংলা‌দে‌শের শিক্ষক সমাজ হতাশ।
mohd.suza uddin, ০৩ ফেব্রুয়ারি, ২০২৪
কষ্টকর মৃত্যু। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।