মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Reajul islam, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
বেসরকারি শিক্ষক বদলির তারিখ ছিল আজ ১৪/০২/২৪ইং। আর কতো বার বদলির তারিখ পরিবর্তন করে হবে। শিক্ষক বদলি নিয়ে অনেক তামাশা করা হয়েছে। অনেক শিক্ষক বদলির আশায় আছেন। কিন্তু বেসরকারি শিক্ষক বদলি যেন লোহার শিকলে তালা মারা হয়েছে ।
idris ahmed, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
বড় কপাল খারাপ, যে বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত, মাদ্রাসা থেকে কেউ যদি সুভাগ্যক্রমে স্কুলে যায় তাহলে ইনডেক্স ডিলিট করে লম্বা প্রসেসিং এর মধ্য দিয়ে যেতে হচ্ছে। জেনারেল শিক্ষকদের কতৃত্ব নেই সকল প্রশাশনিক পদগুলো হুজুরদের এবার ভিন্ন চিত্র। বদলি হতে প্রজ্ঞাপন যদি হয় সেক্ষেত্রে স্কুল টু স্কুল মাদ্রাসার বিষয়ে উদাসিন কর্তৃপক্ষ।
Reajul islam, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
হে আল্লাহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের বদলির জন্য সুযোগ করে দাও । বেসরকারি শিক্ষক বদলির তারিখ অনেক বার পরিবর্তন করা হয়েছে । বেসরকারি শিক্ষকদের বদলির আইনি জটিলতা কথা শুনিতে আর চাই না। সহজ নিয়মে শিক্ষক বদলির সকলকে সুযোগ করে দেওয়া হোক । ইনশাআল্লাহ
Paritosh Modhu, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
ঈশ্বর সহায় হও।
Monirul islam, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
আল্লাহ তুমি বদলির ব্যবস্হা করে দাও
Monirul islam, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
আল্লাহ তুমি সহায় হউন