সিয়াম পালন করা ফরজ। সুতরাং ছেলে-মেয়েরা কতটা পড়া লেখায় মনোযোগী হতে পারবে? এটা করা আমার মনে হয় উচিত হয়নি।
MD. HABIB ULLAH, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
স্কুল ও কলেজে ভিন্ন ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পূজা ও অন্যান্য ছুটি মিলিয়ে মাদ্রাসার চেয়ে প্রতি বছর বেশী ছুটি থাকে। মাদ্রাসার শিক্ষক, ছাত্ররা খতমে তারাবী, তারাবী, বিশেষ কুরআন পাঠ,নাহু ছরফ শিক্ষাসহ সিয়াম সাধনায় ব্রত থাকেন বিধায় মাদ্রাসায় বার্ষিক ছুটিতে কম থাকা দিনগুলো রমজানে দিয়ে সম্বনয় করাই সঠিক ও অধিক উপযোগী। সুতারং রমজানে মাদ্রাসা খোলা রাখা মাদ্রাসা সংশ্লিষ্টদের প্রতি অবিচারের সামিল। রমজানে খোলা রাখলে পুজায় ও মাদ্রাসা বন্ধ দিতে হবে
mohammad abdus salam, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
নতুন কারিকুলাম বাস্তবায়নে মাদ্রাসা রমজান মাসে কিছু দিন খোলা রাখা যেতে পারে। তবে রমজানের ছুটি গুলো পরবর্তী তে সমন্বয় করে স্কুল কলেজের সমান করতে হবে।
Reajul islam, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
বেসরকারি শিক্ষকদের রমজানের প্রতিষ্ঠান খোলা থাকলে শিক্ষাথীদের রোজা রাখা খুব কষ্ট হবে। এবার রমজানের উৎসব ভাতা ১০০% দাবি জানাই।
মোঃ হাবিবুল্লাহ, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
স্কুল ও কলেজে ভিন্ন ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পূজা ও অন্যান্য ছুটি মিলিয়ে মাদ্রাসার চেয়ে প্রতি বছর বেশী ছুটি থাকে। মাদ্রাসার শিক্ষক, ছাত্ররা খতমে তারাবী, তারাবী, বিশেষ কুরআন পাঠ,নাহু ছরফ শিক্ষাসহ সিয়াম সাধনায় ব্রত থাকেন বিধায় মাদ্রাসায় বার্ষিক ছুটিতে কম থাকা দিনগুলো রমজানে দিয়ে সম্বনয় করাই সঠিক ও অধিক উপযোগী। সুতারং রমজানে মাদ্রাসা খোলা রাখা মাদ্রাসা সংশ্লিষ্টদের প্রতি অবিচারের সামিল।