মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MOHAMMAD SAHAZ UDDIN SARKAR SUMAN, ২৬ মার্চ, ২০২৪
সকল সংগঠন একত্রে আন্দোলন করলে জাতীয় করণ হতে পারে, সরকার জেনেও না জানার ভাব করছে।
মোহা: সাদিকুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
সদ্য সরকারিকৃত মাধ্যমিক বিদ্যালয় এর অ্যাড হক নিয়োগপ্রাপ্ত বেসরকারি আমলে ২২ হাজার স্কেল ভুক্ত/নবম গ্রেডে কর্মরত শিক্ষকদের ন্যায্য দাবি আদায় ও পূরণের লক্ষ্যে ২- ৪ -১০ জন শিক্ষক নেতৃত্ব দিলেই যথেষ্ট। শিক্ষক প্রতি পালনের লক্ষ্যেই এ দাবি।। শিক্ষক সমাজের জোরালো সমর্থন রয়েছে। এ দাবির প্রতি আমার জোরালো সমর্থন রয়েছে। আন্দোলন ছাড়াই এ দাবি পূরণের আশা মত ব্যক্ত করছি। জয় হোক শিক্ষক সমাজের। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
Md wahiduzzaman, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
আংশিক শিক্ষকদের নিয়ে কমিটি! সাড়া দেশের (জাতীয়করণকৃত) শিক্ষকদের অংশগ্রহণের মাধ্যমে কমিটি গঠন করা হলে,দাবি আদায়ের আন্দোলন জোরদার হতো।
Md wahiduzzaman, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
আংশিক শিক্ষকদের নিয়ে কমিটি! সাড়া দেশের (জাতীয়করণকৃত) শিক্ষকদের অংশগ্রহণের মাধ্যমে কমিটি গঠন করা হলে,দাবি আদায়ের আন্দোলন জোরদার হতো।