মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

A F M SAEED, ০৪ মার্চ, ২০২৪
নূরানী ও ক্যাডেট মাদরাসার পড়া শুনার মান প্রাইমারি ও কিন্টাগার্ডেনের থেকে অনেক ভাল, নিম্নে কিছু কারন তুলে ধরলাম: ১. এখানে পড়ালে প্রাইভেট পড়াতে হয় না, ক্লাসের পড়া ক্লাসেই রেডি হয়ে যায় ২. বাচ্চা জেনারেল শিক্ষার সাথে ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা পায় ৩. বর্তমানে পাঠ্যপুস্তক ও পড়ানোর সিসটেম নিয়ে অনেকের মধ্যে সঠিক ধারনা না থাকা. ৪. অধিকাংশ স্কুলে সারা বছর বিভিন্ন ধরনের প্রগ্রাম লেগেই থাকে. ৫. স্কুলে হাতের লেখার উপ গুরুত্ব দেই না কিন্তু ক্যাডেট মাদরাসা গুলো সুন্দর লেখার উপর খুবিই গুরুত্ব দেই. ৬. স্কলের শিক্ষকদের ক্লাস নেওয়ার আগ্রহ মাদরাসার শিক্ষকের থেকে কম থাকে
roki, ০৪ মার্চ, ২০২৪
সরকারি শিক্ষা প্রতিষ্টানে ভালোভাবে পাঠদান করলে ,ছাত্র ছাত্রী বৃদ্ধি পাবে।শিক্ষকদের অবহেলা, কারন তারা মাস শেষে বেতন পাবেন।স্কুলে ভালোভাবে পাঠদান করলেও বেতন পাবে ,না করলেও পাবেন।
Md. Rafiqul Alam, ০৩ মার্চ, ২০২৪
পাশাপা‌শি কে‌জি/প্রাই‌ভেট স্কুল
Tabiatkowser, ০৩ মার্চ, ২০২৪
শুধু কওমি নুরানি নয়, বরং কিন্ডার গার্টেন ও শিক্ষার্থী কমে যাওয়ার অন্যতম কারণ। তাই এইসব শিক্ষা প্রতিষ্ঠান এর ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা একান্ত প্রয়োজন। ব্যাংগাচির মতো যত্রতত্র এসব প্রতিষ্ঠান গড়ে উটলে আর সরকারি প্রতিষ্ঠানের কোন প্রয়োজন আছে বলে মনে হয় না।