দেশের শিক্ষা প্রতিষ্ঠান এর অধিকাংশ শিক্ষক কোচিং ও প্রাইভেট সেন্টার পেশায় জড়িত। তার সাথে বিভিন্ন আনাচে-কানাচেতে ব্যাংগাচির মতো যত্রতত্র গড়ে উঠে আরও অনেক কোচিং ও প্রাইভেট সেন্টার। সরকার যতদিন এসব কোচিং ও প্রাইভেট সেন্টার এর বিরুদ্ধে এ্যাকশন নিতে পারবে না, ততদিন দেশের শিক্ষার কোন অগ্রগতি আসবে না। শিক্ষার অবনতি, অনৈতিক যত ধরনের ফালতু কাজ হচ্ছে সবই এই কোচিং ও প্রাইভেট সেন্টার থেকে উৎপত্তি হচ্ছে। সম্প্রতি চট্টগ্রামের চান্দগাও কোচিং সেন্টার থেকে যে ঘটনাটি ঘটেছে তাও এই কোচিং সেন্টার এর অপকর্মের কারণে হয়েছে। এ ধরনের আরও অনেক অনেক অসমাজিক কাজ প্রতিনিয়ত ঘটে যাচ্ছে যা ধরা ছোয়ার বাইরে রয়েছে। তাই এইসব কোচিং ও প্রাইভেট সেন্টার এর বিরুদ্ধে এ্যাকশন নেয়া খুবই প্রয়োজন।