মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোহাম্মদ মুছা শিক্ষক হুলাইন হযরত এয়াছিন আঃ হাঃ আঃ সিনিয়র মাদ্রসা, ০৬ মার্চ, ২০২৪
পবিত্র রমজান মাসে মাদ্রাসা খোলা রাখার সিদ্ধান্ত রোজাদার শিক্ষক ও ছাত্র ছাত্রীদের জন্য খুবই কষ্টকর। অনেক শিক্ষক ও ছাত্র আছে যারা কোরআনে হাফেজ, সারাদিন রোজা রেখে আবার রাত্রে তারাবির নামাজ পড়ানো সহজ ব্যাপার নয়। যে সমস্ত নীতি নির্ধারকরা নামাজ রোজার ধার ধারে না তাদের কথা ভিন্ন। তদুপরি সেহরির সময় ঘুমথেকে উঠতে হয়। তারাবি নামাজের প্রস্তুতির জন্য সারাদিন কোরআন তিলাওয়াত করতে হয়। সারাদিন সিয়াম সাধনার পরে ও যদি মাদ্রাসা খোলা রেখে ক্লাস করাটা মরার উপর খরার ঘা নয় কি? যা সরকারের ভাবমূর্তিকে ইতিবাচক হিসাবে না নিয়ে সাধারণ মুসলমান রোজাদারেরা নাস্তিক্যবাদীদের তথা রামবাবুদের দোসর হিসাবে দোসর হিসাবে ভাবতে বাধ্য হবে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রীর নিকট আকুল আবেদন রোজাদার শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের কষ্টের কথা চিন্তা করে মাদ্রাসা খোলা রাখার সিদ্ধান্তটি বিবেচনা করার জন্য অনুরোধ রইলো।
Reajul islam, ০৫ মার্চ, ২০২৪
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রমজান মাসে খোলা থাকল ও আইনের জটিলতা নাই কিন্তু বেসরকারি ইনডেক্স ধারী শিক্ষক বা কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকগন বদলির জটিলতা কথাই বলা হয় । অনেক কমকতাগন শিক্ষক বদলির আইনের জটিলতা কথাই বলেন । বেসরকারি শিক্ষকগন দীর্ঘ সময় ধরে ঈদের বোনাস ২৫ % টাকা পায় । বাড়ি ভাড়া বৃদ্ধি করা উচিত । শিক্ষকদের এ বিষয় অবহেলা করা হয়েছে । অন্য চাকরির বদলি আছে কিন্তু বেসরকারি ইনডেক্স ধারী শিক্ষকদের বদলি নাই ।
Hashinur Rahman, ০৫ মার্চ, ২০২৪
খুবই দুঃখজনক বিষয়।