মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ রেজাউল করিম, ১৪ মার্চ, ২০২৪
আমি একটি বে -সরকারি কলেজে ফিজিক্যাল টিচার হিসাবে কর্মরত আছি । কলেজটিতে একাদশ থেকে শুরু করে ডিগ্রী পাস ও অনার্স কোর্সে ( অনুমোদিত) পাঠদান করানো হয়। সারা দেশের মত এখানেও শিক্ষা মন্ত্রনালয় অনুমোদিত একজন Library Lecturer (pay scale 23,000 taka) এবং একজন Assistant Teacher (Library) pay scale 16,000 taka হিসাবে নিযুক্ত রয়েছে। আমার প্রশ্ন ডিগ্রী পাস ও অনার্স কোর্সের পাঠদানকারী কলেজে লাইব্রেরীতে দুইজন শিক্ষক লাগলে সহপাঠ ক্রমে কেন Physical Lecturer (pay scale 23,000 taka )এবং Assistant Physical Teacher (pay scale 16,000 taka) দুইজন শিক্ষক নিয়োগ পাবেনা.। বর্তমান সরকার খেলাধুলাকে অতি গুরুত্ব সহকারে দেখছে। তাই অতি তাড়াতাড়ি এ সেক্টরকে শক্তিশালি করতে বিষয়টির প্রতি যত্নবান হওয়ার পরামর্শ রইল।এ বিষয়ে আরও খোঁজ খবর নিয়ে দৈনিক শিক্ষা ডট কম এ একটি প্রতিবেদন ছাপানোর আনুরোধ রইল। ধন্যবাদ।