বর্তমান বাংলাদেশ প্রসাশন কি জ্ঞানী, দক্ষ, মুক্তমনা নয়?? কোনো মাওলানা, মৌলভী বা কোনো পীর দ্বারা পরিচালিত??
১। স্বাস্থ্যসেবা : সবচেয়ে মেধাবী ছাত্র ছাত্রী ডাক্তার হয়, কিন্তু আমরা স্বাস্থ্যসেবা পাই না, কারণটা কি??
তাহলে এই মেধাবী দেশের কল্যাণে কিভাবে কাজ করে??
এখানে মুসলমান বা আল্লাহ ভীরু ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়???
২। প্রশাসন : বিসিএস এর মাধ্যমে সবচেয়ে মেধাবীদের বাছাই করা হয়, প্রশাসনের জন্য।
সে মেধা কি কাজে আসে, যেখানে দেশের কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হয় না সঠিক ভাবে?? দূর্নীতি আর অর্থ অপচয় ছাড়া কিছুই তো দৃশ্যমান নয়।
যেখানে প্রতি ১০০ টি কাজের মধ্যে ২/৩ টি দৃশ্যমান থাকা মানে, এটা পরিগণিত নয়।
.....
.....
Md sahab uddin, ১০ মার্চ, ২০২৪
জ্ঞ্যান বিশারদের কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই--
সময় পেলে উত্তর দিবেন
১। আপনি তো - যুগ্ম পরিচালক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের। এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আপনার ভূমিকা কি শুধুই কাগজে কলমে আর আলোচনা সভায়??
# এই বিশ্ববিদ্যালয়ের ক্লাস গুলো কতটা কার্যকর?
# পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন কতটা ফলপ্রসূ?
# এই পরীক্ষায় কিভাবে একজন এর পরীক্ষা অন্য জন দেয়? অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষকরাই উত্তরপত্র লিখে দেয়।
কই সেখানে তো আপনার জ্ঞ্যান- বিজ্ঞান -প্রযুক্তির মাধ্যমে সততা ফিরিয়ে এনে স্বচ্ছ, যুক্তিনির্ভর একটি পরীক্ষার আয়োজন করতে পারছেন না।
ফলে সহজে, অসৎ ভাবে পেয়ে যায় সার্টিফিকেট।
# এইখান থেকে সার্টিফিকেট নিয়ে যারা চাকরিতে যোগদান বা পদোন্নতি নিচ্ছেন তা কতটা যৌক্তিক?? বরং এই সার্টিফিকেট অই ব্যক্তিকে বেপরোয়া, দূর্নীতিবাজ হিসেবে গড়ে তোলে।
অর্থনৈতিক বিষয় গুলো নাই বা বললাম!!!