জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত কলেজে শিক্ষার মান বৃদ্ধি করা প্রয়োজন। কিন্তু এর অর্থ এই নয় যে এই প্রতিষ্ঠানকে ভেঙ্গে টুকরো টুকরো করে তারপর তা করতে হবে।
অনিচ্ছুক, ২৩ মার্চ, ২০২৪
সবই বুজলাম
এখানে বারবার বিএনপি+ শিবির কে টানা হলো কেন! াএতে আমার লাগে। আমি তো শিবিরের মাল ।
যতটুকু জানি এন ইউর ভিসি একজন শিক্ষক হয়েও রাজনীতি প্রমোট করেন,আওয়ামীপক্ষে কথাবার্তা বলেন,যার দ্বারা বুজা যায় তিনি লীগের দালাল।
ড. মোঃ ফেরদৌস আহমেদ, ২২ মার্চ, ২০২৪
বিষয়টি ইতিবাচক। অন্তত উচ্চশিক্ষার মানটির ইজ্জত কিছুটা হলেও রক্ষা পায়।
Md. Shahabul Islam, ২২ মার্চ, ২০২৪
সবকিছুই ঠিক আছে, কিন্তু শিক্ষার ভিত্তি বলতে মাধ্যমিক শিক্ষাকে যদি বোঝায়, তাহলে ভিত্তি ব্যতিরেখে শিক্ষার উন্নয়ন কেমনে সম্ভব আমাদের বোধগম্য না। মাধ্যমিক শিক্ষকদের গার্মেন্টস শ্রমিকদের মতো বেতন দেওয়া হয়, যা দিয়ে পরিবার পরিজন নিয়ে কোনো রকমে জীবন যাত্রার ব্যয় বহন করা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে শিক্ষকরা প্রাইভেট পড়ান। এখন তা সম্ভব নয়। তাহলে শিক্ষকদের পরিবার চালাতে হলে চুরি/ডাকাতি/ছিনতাই /ব্যবসা করতে হবে। কি শেখাবেন আপনি শিক্ষার্থীদের? ১২৫০০/= বেতন! ভাবা যায়? ভাবতেই গা শিউরে উঠে। ভারত/পাকিস্থান /শ্রীলঙ্কার দিকে একবার তাকান তারা কি করে, আর আপনারা কি করেন। কারিকুলাম এর সাথে শিক্ষকদের জীবন মানের উন্নয়ন না ঘটলে, সব সব আশা ব্যর্থতায় পর্যবসিত হবে। আপনাদের আমলা/হামলা দিয়ে কিছুই হবেনা। তাই সময় থাকতে সাবধান হয়ে যান!!!!!