মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

এনামুল হক, ২৯ মার্চ, ২০২৪
মায়ের ন্যায্য দাবি, তাকে ভরণপোষন দিতে হবে কিন্তু ছেলে তা দেয়না। মা অভিযোগ করেছে পুলিশ তাকে ধরে জেল হাজতে পাঠিয়েছে।এজন্য তার শাস্তি হওয়া উচিত। তবে এমপিওভুক্ত শিক্ষকদের ১০০% উৎসব ভাতা,বাড়িভাড়া ও মেডিক্যাল ভাতা এটা ন্যায্য দাবি, তারা স্বীকার করেছে কিন্তু দিচ্ছে না। কতবার অভিযোগ/ স্মারকলিপি দেওয়ার পরেও কেন দিচ্ছে না।
Md. Shahabul Islam, ২৮ মার্চ, ২০২৪
বাব,মা এর হক অবশ্যই আদায় আদায় করতে হবে।এর দায় শিক্ষা মন্ত্রণালয়ের, এর দায় সরকারের ১২৭০০/= টাকা মাসিক ভাতা যা গার্মেন্টস শ্রমিকদের থেকেও কম। শিক্ষামন্ত্রণালয় যদি ১২৭০০ টাকার ব্যায়ের একটা হিসাব করে দিতো,তাহলে এমনটা হবার কথা না। মিডিয়ার ভাইদের বলছি, আপনারা দয়া করে সরকারকে একটু প্রশ্ন করুন (১২৭০০=বাসাভাড়া+চিকিৎসা +মা,বাবা+স্ত্রী+সন্তান)। এটা কিভাবে সম্ভব!!!!!!! আশা করি সরকারের কাছে তুলে ধরবেন,,,,,,, যেখানে বর্তমানে মাথাপিছু আয় ২৭০০+(মার্কিন ডলার),,,,,
Md. Shahabul Islam, ২৮ মার্চ, ২০২৪
হাগলের পাল, এমপিও শিক্ষকদের বেতন কত রে!!!সরকারকে বল ১২৫০০/= টাকা দিয়ে চাকুরী করে বিয়েও করা যায়না। মাকে ভরনপোষণ দিতে তো হবেই। বেতন বাড়ানোর পর এরেস্ট কর!! তখন দেখ ছেলে কি করে। ছেলের বউ আর বাচ্চা যদি থাকে তাহলে তো তাকে চুরি করতে হবে,না হলে ছিনতাই করতে হবে!!! হাগলের দেশ!!!!