মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

mohammad sohel ahmed, ৩০ মার্চ, ২০২৪
সঠিক কথা
Reajul islam, ২৯ মার্চ, ২০২৪
বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ২৫% হলে এদেশের সকল চাকরিজীবীর উৎসব ভাতা ২৫ % হওয়ার দরকার কারণ দেশের শিক্ষা গুরুর উৎসব ভাতা ২৫ % হলে সকল চাকরিজীবীর উৎসব ভাতা একই হওয়া দরকার । সকল চাকরিজীবীর উৎসব ভাতা একই হওয়া উচিত।
Ayub, ২৯ মার্চ, ২০২৪
ঘুষ দিয়ে যারা শিক্ষক পদে নিয়োগ পেয়ে নিজেদের শিক্ষক দাবি করছেন তাদের সবার আতঙ্ক দৈনিক শিক্ষাডটকম।
মো: লোকমান হোসেন তাজপুর মাদরাসা, ২৯ মার্চ, ২০২৪
শিক্ষামন্ত্রীর কাছে শোনা দরকার। উনি তো কিছুদিন আগেও বলছিলেন যে এবার উৎসব ভাতার সময় আমি নিজেই যাব অর্থ মন্ত্রণালয়। তার খবর কি। এতদিন ভেবেছিলাম ডাক্তার দীপু মনির চেয়ে বর্তমান শিক্ষামন্ত্রী ভালো হবেন। এখন দেখছি সব একই গোয়ালের গরু। বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে থেকেও কখন কি বলেন কথা শেষ নেই। দেখা যাক এখনো অনেক সময় বাকি আছে ঈদের। তারপর মন্তব্য করি
Tabiatkowser, ২৯ মার্চ, ২০২৪
সকল শিক্ষক সংগঠনের বাছাই করে কয়েকজন সদস্যদের দল গঠন করে সংসদের কয়েকজন গণ্যমান্য এমপিদের নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর গণভবনে গিয়ে দেখা করা ছাড়া শিক্ষকদের অধিকার কখনো পূর্ণ হবে না
Tabiatkowser, ২৯ মার্চ, ২০২৪
প্রধানমন্ত্রী এসব লেখাগুলো পড়ার সময় কোথায় পাবেন? আর লেখাগুলো তার কাছে পৌছিয়ে কি হবে? যুগ যুগ বছর চলে যাচ্ছে সকল শিক্ষক নেতারা ঐক্যবদ্ধ হতে পারছেনা আবার প্রধানমন্ত্রীর নিকট সরাসরিও যেতে পারছে না। তাহলে ব্যাপারটি এভাবে বছরের পর বছর ঝুলে থাকবে। কাজের কাজ কোন কিছুই হবে না। তাই এত নরম সুরে অভিযোগ করে কোন লাভ হবে না। সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে একযোগে আন্দোলনে নামতে হবে।
Hafizur Rahman, ২৯ মার্চ, ২০২৪
আপনার এই সুন্দর লেখার জন্য ধন্যবাদ দিয়েইবা কি হবে? কারন এটাতো সাহিত্য না। যে কারনে লেখ, যাদের জন্য লেখা তার যদি কোনো পরিবর্তন না তাহলে কি লাভ।
Md. Nurul Alom, ২৯ মার্চ, ২০২৪
উনাকে ধন্যবাদ, এভাবে কথাগুলো ফুটিয়ে তোলার জন্য।
Md Farid uddin, ২৯ মার্চ, ২০২৪
বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসার প্রধানরা হলো সরকারের পা চাটা কুত্তা! এই কুত্তা গুলারে সরকার দলীয় ভাবে নিয়োগ দিছে। এই কুত্তা যতদিন নিয়োগ দেওয়া থাকবে ততদিন শিক্ষকরা কোন কিছুই পাবেনা। এই অথর্বগুলো বাংলাদেশের চৌকিদারির চাকুরীও পাইতোনা কিন্তু ভাগ্যক্রমে তেল মাড়তে মাড়তে প্রতিষ্টান প্রধান হইছে।
Md Farid uddin, ২৯ মার্চ, ২০২৪
এত তুনু কইরা লাভ নাই। স্কুল, কলেজ, মাদ্রাসা অনির্দিষ্ট কাল পর্যন্ত বন্ধ কইরা দিলেই হয়। স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানরা
MD. ABDUS ZAHER, ২৯ মার্চ, ২০২৪
কে শোনে কার কথা, মনচাহি জিন্দিগি, বাংলাদেশ, এ দেশ প্রধানমন্ত্রীর দেশ । আপনার লেখা সুন্দর হয়েছে এই জন্য পুরস্কার পাইতে পারেন।
Mohit Ray, Assistant Teacher, Joynob School & College, Shariatpur., ২৯ মার্চ, ২০২৪
সুন্দর লিখার জন্য অসংখ্য ধন্যবাদ।তবে কার প্রতিবেদন কে দেখে?এই প্রতিবেবেদন প্রধাবমন্ত্রী পর্যন্ত পৌছাতে হবে। যদি এই প্রতিবেদন শুধু আমরা শিক্ষকরাই দেখি আর কাঁদি তাহলে কোন লাভ নেই। প্রয়োজনে এই প্রতিবেদন প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পর্যন্ত পৌছানোর জন্য লিয়াজো কমিটি গঠন করতে হবে।
Md. Ataur Rahman, ২৯ মার্চ, ২০২৪
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিষয়টি জানতে পারলে শিক্ষকদের এই মানবেতর জীবনযাপনে প্রশান্তির ব্যবস্থা করতে পারেন।
মো: রেজাউল মাওলা, ২৯ মার্চ, ২০২৪
এমপিওভূক্ত শিক্ষকদের সাথে এই প্রহসন আর কতদিন চলবে?
Md.Lutfor Rahman, ২৯ মার্চ, ২০২৪
শিক্ষকদের যেসকল সন্তান /ছাত্র গুরুত্ব পূর্ণ পদে আছে তারাই হিংসা করে। তাহলে কে করবে শিক্ষকের উন্নয়ন?
Md.Lutfor Rahman, ২৯ মার্চ, ২০২৪
শিক্ষার উন্নয়ন করতে হলে চাই শিক্ষকের অর্থনৈতিক মুক্তি। যা কোনো সরকারই করতে চান না। আসলেই কি সরকার শিক্ষার উন্নয়ন চায়.!
MD ABDUR RAHMAN, ২৯ মার্চ, ২০২৪
শিক্ষামন্ত্রীর কাছে শোনা দরকার। উনি তো কিছুদিন আগেও বলছিলেন যে এবার উৎসব ভাতার সময় আমি নিজেই যাব অর্থ মন্ত্রণালয়। তার খবর কি। এতদিন ভেবেছিলাম ডাক্তার দীপু মনির চেয়ে বর্তমান শিক্ষামন্ত্রী ভালো হবেন। এখন দেখছি সব একই গোয়ালের গরু। বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে থেকেও কখন কি বলেন কথা শেষ নেই। দেখা যাক এখনো অনেক সময় বাকি আছে ঈদের। তারপর মন্তব্য করি
Reajul islam, ২৯ মার্চ, ২০২৪
বেসরকারি শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা না পাওয়ার জন্য শিক্ষকরা দায়ি কারণ তাঁদেরই ছাত্র কেউবা প্রধানমন্ত্রী, সচিব, ডিজি এবং বিভিন্ন স্থানে কর্মরত দায়িত্বে আছেন। তাঁহারা কি জানেন না শিক্ষকদের কি কি সমস্যায় আছেন? তাঁহারা উৎসব ভাতা কত পান ,আর বেসরকারি শিক্ষককেরা উৎসব ভাতা কত পান ?
md shihab uddin, ২৯ মার্চ, ২০২৪
একদম সঠিক কথাটাই লিখেছেন, আফসোস শিক্ষামন্ত্রী যিনি হয় শান্তনা দেন আশার বানী শুনান, এভাবেই ২০ টি বছর পার হয়ে গেল ঈদ উৎসব ভাতা বিষয়ে কোন রুপ পরিবর্তন আসলোনা। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন আপনি অতি দ্রুত এই সমস্যার সঠিক সমাধান করবেন
মোঃআবুল হাসান, ২৮ মার্চ, ২০২৪
দেশের সর্ব খাতে ডিজিটালের ছোঁয়া লেগেছে কিন্তু বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে ঈশ্বর থাকেন ঐ গ্রামের ভদ্র পল্লীতে এখানে তাহাকে খুঁজে পাওয়া যাইবে না।
Ayub Ali, ২৮ মার্চ, ২০২৪
শত ভাগ উৎসব ভাতা না দিতে পারলে, বন্ধ করাই উত্তম হবে, কারণ মানুষের নিকট ২৫% উৎসব ভাতার কথা বলতেই লজ্জা লাগে
মোঃ বাবুল আকতার, ২৮ মার্চ, ২০২৪
স্যার, কে আপনার কথা বুঝবে?
Masuda, ২৮ মার্চ, ২০২৪
Right
Sazzad hossain, ২৮ মার্চ, ২০২৪
সরকার যতদিন পূ্ণ উৎব ভাতা ততদিন আমরা ঐই উৎস ভাতা গ্রহন করবনা। যেস ভাতা দিয়ে একটি হালন ছাগল কোরবানি দেওয়া যায়না তাক নিয়ে কি লাভ। সরকার উন্নয়ন করুক সব বিষয়ের শিক্ষাকের কোন অভাব নাই। শিক্ষাক সমাজ মানবেত বা যে ভাবে চলি তাতে কারোদেখার Pending নাই।