মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md Aktar Ali, ২৪ এপ্রিল, ২০২৪
এমতবস্থায় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শিক্ষক শ্রেনীকরণ করা আবশ্যক । দেশের কল্যাণে শিক্ষার স্তরভেদে শিক্ষকদের বিন্যাস করা যেতে পারে । শিক্ষাক্ষেত্রে অযোগ্যতা প্রমাণিত হলে অন্য পেশায় পূনর্বাসনের দেওয়া যেতে পারে।
Muhammad Ibrahim khalilullah, ০২ এপ্রিল, ২০২৪
আমরা হতাশ ! এ জাতীর উপায় কি হবে ? আমার মতে অতিদ্রুত শিক্ষাকে ঢেলে সাজাতে হবে।
Tabiatkowser, ৩১ মার্চ, ২০২৪
যত ধরনের পাবলিক পরীক্ষা ও আভ্যন্তরীণ পরিক্ষা রয়েছে তার দায়িত্ব শিক্ষকদের কাছ থেকে সম্পুর্নভাবে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ এই ধরনের দূর্ণীতিবাজ শিক্ষকদের কারণে আজ শিক্ষক সমাজ অবহেলিত ও লাঞ্চিত হচ্ছে দিনের পর দিন।
Hafizur Rahman, ৩১ মার্চ, ২০২৪
সবাই প্রমাণ করতে চায় অযোগ্য শিক্ষক। কিন্তু শিক্ষক কেন অযোগ্য, কেন শিক্ষার্থী না পড়ে পাস করে তার কারন কেউ খোজেনা। তা খুজলে আবার নিজেদের গায়ে পড়তে পারে!!
Md sahab uddin, ৩১ মার্চ, ২০২৪
তথ্য সমৃদ্ধ লেখা, কিন্তু দায়িত্ব প্রাপ্তদের বোধোদয় নাই। সমাধানের উপায় কি নাই?? আছে, কিন্তু ব্যবস্থা নেয়া হচ্ছে না। ব্যবস্থা নিতে গেলে কর্মকর্তাগণ নিজেদের আগের গোছান। কাজের কাজ হয় না, শুধু কাগজে কলমে সফলতা দেখা যায়।। ধন্যবাদ আপনাকে।।
mohammad sohel ahmed, ৩১ মার্চ, ২০২৪
অনেক তথ্য জানলাম
Md. Maynul Islam, ৩০ মার্চ, ২০২৪
জি, এরকমই একটা অবস্থা।