মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ আবু সাঈম, ৩১ মার্চ, ২০২৪
এ রকম ধারনা আগে থেকেই ছিল।
idris ahmed, ৩১ মার্চ, ২০২৪
কি আর করার সরকার যেমন চাইবে তেমনই হবে; যেমন নাম পরিবর্তন হয় বিমান বন্দরের নাম পাল্টাও কিন্তু তাদের দেওয়া 25% পরিবর্তন হয় না। সেটা কি নজরে আসেনা:
মোঃ নূর-ইআলম ছিদ্দিকী, ৩১ মার্চ, ২০২৪
Reajul islam, ভাই বিএনপি কেন দোষ দেখচ্ছেন। আওয়ামী লীগ তো বিএনপির কোন কাজ সমর্থন করে না। তবে কেন তাদের মেয়াদকালীন সময়ে এটা বহাল রাখতেছে। হয় এটা বাতিল করা উচিত নয়তো সরকারী চাকুরীজীবিদের মত করা উচিত।
Sikder Humayun Kabir, ৩১ মার্চ, ২০২৪
ফিতরা ভাতা ২৫% পাবেন।
Suranjan biswas, ৩১ মার্চ, ২০২৪
শিক্ষক-কর্মচারীরা বেশি টাকা দিয়ে করবে কি? তাদের কি আনন্দ বলে কি কিছু আছে?
bishwazit kumar nandan, ৩১ মার্চ, ২০২৪
সরকার চায় আন্দোলনের মাধ্যমে শিক্ষকরা দাবি আদায় করে নিক কিন্তু শিক্ষক সংগঠন তা করতে চায় না তাহলে কখনোই হবে না না না। হাসপাতালে র ইন্টানি মেডিকেল অফিসাররা সব কিছু বন্ধ করে তিন দিনের মধ্যে দাবি আদায় করে ঘরে ফিরে এসেছে। তারা পারলে শিক্ষক রা পারবে না কেন।
bishwazit kumar nandan, ৩১ মার্চ, ২০২৪
দরকারে কাটছাট করুন
bishwazit kumar nandan, ৩১ মার্চ, ২০২৪
সরকার চায় আন্দোলনের মাধ্যমে শিক্ষক রা আদায় করে নিক কিন্তু শিক্ষক সংগঠন তা করতে চায় না তাহলে কখনোই হবে না না না। হাসপাতালে র ইন্টানি মেডিকেল অফিসার রা সব কিছু বন্ধ করে তিন দিনের মধ্যে দাবি আদায় করে ঘরে ফিরে এসে। তারা পারলে শিক্ষক রা পারবে না কেন।
Md. Shahabul Islam, ৩১ মার্চ, ২০২৪
গুড় যেমন দিবেন মিষ্টি তেমন পাবেন!!!!মনে রাখবেন দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য প্রথম দায়ী আমলা,,,,, এরা চায়না বাংলাদেশ উন্নতি করুক।
Tabiatkowser, ৩১ মার্চ, ২০২৪
সমাজের মধ্যে এই এমপিও ভুক্ত শিক্ষকরা গার্মেন্টস কর্মীদের চেয়েও নিচে অবস্থান করছে। কারণ গার্মেন্টস কর্মীরা একযোগে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করতে জানে, কিন্ত এই এমপিওভুক্ত শিক্ষকদের ফালতু দক্ষতা হলো তারা দলাদলি আর অন্য দলের লেজোড় হয়ে এরা কাজ করে বিক্রি হয়ে যাওয়া। তাই এসব শিক্ষক নামের কুলাংগারদের কারণে সাধারণ নিরীহ শিক্ষকদেরও অধিকার বছরের পর বছর ধরে ক্ষুন্ন হচ্ছে এটাই সত্য। তাই এসব শিক্ষকদের গার্মেন্টস কর্মীদের নিকট থেকে আন্দোলনের সবক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
Tabiatkowser, ৩১ মার্চ, ২০২৪
শিক্ষামন্ত্রী কি আদৌ একবার চিন্তা করে দেখেছেন কি তার সুযোগ সুবিধা কি আর এমপিও ভুক্ত শিক্ষক যারা সমাজে আছেন তাদের সুযোগ সুবিধা কি? এই শিক্ষামন্ত্রী আগের অযোগ্য শিক্ষামন্ত্রী ও শিক্ষকদের রক্ত চোষা জোক শাহ জাহান সাজুর কোন এজেন্ডা বাস্তবায়ন করছে না তো? নাকি এদেশে তিনি খালি ফিনল্যান্ডের আদর্শ বাস্তবায়ন করতে চাচ্ছেন তা এ মূহুর্তে সকল শিক্ষকদের ভেবে দেখার সময় এখনই।
Tabiatkowser, ৩১ মার্চ, ২০২৪
যারা জাতি গড়ার কারিগর তারা সমাজে অবহেলিত। সচিবালয়ে, ও অন্যান্য সরকারি দপ্তরে যারা চাকুরী করে যাচ্ছেন আর তাদেরকে যারা মানুষ করিয়ে ওই পদে অধিষ্ঠিত হয়েছেন তারা পাচ্ছে শতভাগ বোনাস। অথচ যে শিক্ষক মানুষ করে দিয়েছে তিনি পাচ্ছেন সিকি ভাগ বোনাস। কতটা হাস্যকর ও লজ্জার ব্যাপার। তাই স্কুল-কলেজ শিক্ষকদের উৎসব ভাতা অপরিবর্তিত এ কথাটি সরকারের সব মহলের নিকট ও জাতির সামনে সাংবাদিকদের ভালো ভাবে প্রকাশ করা দরকার।
Tabiatkowser, ৩১ মার্চ, ২০২৪
একদম ঠিকই বলেছেন। বিএনপি পক্ষ্তায় থাকাকালে যদি জাতীয়করণ নিয়ে চিন্তাভাবনা করতেন তথা গেজেট করে দিয়ে যেতে পারতেন, তাহলে পরবর্তী সরকারকে তা অবশ্যই বাস্তবায়ন করা ছাড়া আর কোন পথই থাকত না। এই জাতীয়করণের মাধ্যমে সব অধিকারই শিক্ষকরা ভোগ করতে পারতেন। তাই এ অবস্থায় সকল শিক্ষক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে তুমুল আন্দোলন ছাড়া অধিকার বঞ্চিত শিক্ষকদের অধিকার কিয়ামত পর্যন্ত আদায় হওয়ার সুযোগ নেই।
Md. Shahabul Islam, ৩১ মার্চ, ২০২৪
শিক্ষকদের জীবন মানের উন্নতি না করলে কোনো কারিকুলামই বাস্তবায়ন হবেনা!!!!ইনশাআল্লাহ!!!!
Md. Shahabul Islam, ৩১ মার্চ, ২০২৪
আপনারা শিক্ষকদের যেমনিভাবে ট্রিট করবেন,তেমনিভাব আউটপুট পাবেন,এতে কোনো সন্দেহ নেই। জাতি হিসেবে আপনাদের লজ্জিত হওয়ার কথা,কারন আপনারা যাদের কাছ থেকে শিক্ষা গ্রহন করে সচিব বা অন্যসব বড় পর্যায়ে আছেন,,তারা এখন অর্ধহারে, অনাহারে জীবন যাপন করছে। ছিঃছিঃ বলা ছাড়া আপনাদের জন্য আর কিছু বলতে রুচিতে বাধে,,,,,
MD. ABDUS ZAHER, ৩১ মার্চ, ২০২৪
একদম ঠিক, উৎসব ভাতার পরিবর্তন হয় না।
শামীম ছিদ্দিক, ৩১ মার্চ, ২০২৪
যে সকল দেশের তথ্য দিয়ে রমযানের ছুটি বহাল থাকল। সেই সকল দেশের ইদ বোনাস কত তার তুলনা প্রকাশ করে সরকার বাহাদুর কে জানান। ২৫ শতাংশ বোনাস দিয়ে কি হয়।আল্লাহর লানত আপনাদের উপর।আল্লাহ হেদায়েত দিন।আমিন।
Reajul islam, ৩১ মার্চ, ২০২৪
বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ হওয়ার প্রধান দায়ি বিএনপি, কারণ ২০০৪ খ্রিষ্টাব্দে শুরু করেন । বর্তমান ২০২৪ সাল পযান্ত ২৫ শতাংশ তা বহাল রয়েছে। ২০০৪ খ্রিষ্টাব্দে যদি শতভাগ বোনাস শুরু করত তাহলে আজকে শতভাগ বোনাসের জন্য শিক্ষকদের আন্দোলন করার প্রয়োজন হতো না ।
mohammad sohel ahmed, ৩১ মার্চ, ২০২৪
অমানবীয় কাজ