মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md.Moksedul Islam, ০৩ এপ্রিল, ২০২৪
"দৈনিক আমাদের বার্তা" নিউজ করছে কোন দেশে কতদিন ঈদুল ফিতরের । বাংলাদেশে যারা বুয়েট কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি কলেজ বা হাইস্কুলের শিক্ষকদের সিকি বোনাসের খবর প্রকাশ করে না। যারা কোনো চাকরি পায়নি তারাই বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা সরকারি কলেজে চাকরি করেন। আর শুধু যারা শিক্ষক মানে শুধু মেধাবী তারাই ননএমপিও বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে। এ কথা কেন প্রচার করে না দৈনিক শিক্ষাডটকম। তাই বয়কট।
Md.Moksedul Islam, ০৩ এপ্রিল, ২০২৪
"দৈনিক আমাদের বার্তা" নিউজ করছে কোন দেশে কতদিন ঈদুল ফিতরের । বাংলাদেশে যারা বুয়েট কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি কলেজ বা হাইস্কুলের শিক্ষকদের সিকি বোনাসের খবর প্রকাশ করে না। যারা কোনো চাকরি পায়নি তারাই বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা সরকারি কলেজে চাকরি করেন। আর শুধু যারা শিক্ষক মানে শুধু মেধাবী তারাই ননএমপিও বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে। এ কথা কেন প্রচার করে না দৈনিক শিক্ষাডটকম। তাই বয়কট।
মোঃ সাইদুর রহমান, ০২ এপ্রিল, ২০২৪
উৎসব ভাতা ঈদ-উল-ফিতর আর বৈশাখী ভাতা উঠানোর শেষ তারিখ কবে? EMIS সেলে তো এই দুই ভাতারও এমপিও সিট দিয়ে দিছে অথচ উঠানোর শেষ তারিখ ক্লিয়ার পাওয়া যাইনি। বুঝলাম না। এটা দৈনিক শিক্ষা মনে হয় গুরুত্ব দেয়নি। সম্ভবত এই দুই ভাতারও তারিখ হয়ে গেছে তানাহলে এমপিও সিট দিলো কেন?
mofizur rahman, ০২ এপ্রিল, ২০২৪
(সরকার ও মুন্ত্রীবর্গ) মধ্যমিক শিক্ষকদের দিকে কাকের ভাত ছিটাছে। শিক্ষকদের মান উন্নত না করে শিক্ষার মান উন্নত করা সম্ভব নয়
mofizur rahman, ০২ এপ্রিল, ২০২৪
(সরকার ও মুন্ত্রীবর্গ) মধ্যমিক শিক্ষকদের দিকে কাকের ভাত ছিটাছে। শিক্ষকদের মান উন্নত না করে শিক্ষার মান উন্নত করা সম্ভব নয়
Md.Moksedul Islam, ০২ এপ্রিল, ২০২৪
"দৈনিক আমাদের বার্তা" নিউজ করছে কোন দেশে কতদিন ঈদুল ফিতরের ছুটি। ১৪ বছর ধরে
মো: ইসমাইল হোসাইন, ০২ এপ্রিল, ২০২৪
স্কুল ও কলেজের উৎসব ও বৈশাখী ভাতা কবে ছাড় হবে।
মহঃ আবু কায়েশ, ০২ এপ্রিল, ২০২৪
১০ তারিখে ঈদুল ফিতর, আর ৯ তারিখে বেতন। বোনাসের কোনো খবর নেই। বেতনের টাকা তো বাসাভাড়া আর দোকানদারদের বাকি দিতেই শেষ হয়ে যাবে। তাহলে শিক্ষকরা সেমাই চিনি.... কিনবে কি দিয়ে?? ছেলেমেয়ে, বঊ, মা ভাইবোনদের কাপড় কিনবে কি দিয়ে?? এজন্যই তো আজ শিক্ষার এই অবস্হা। মেধাশুন্য হয়ে গেছে।
Md.Siraj Mia, ০২ এপ্রিল, ২০২৪
বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর আশা ও আত্নবিশ্বাসের আশ্রয়স্থল হলো দৈনিক শিক্ষা ডট কম। যার দিকে মাস শেষে তীর্থের কাকের মতো তাকিয়ে থাকে ৫ লক্ষ শিক্ষক -কর্মচারী। আসন্ন ঈদ -উল ফিতরের আগে মাদ্রাসা অধিদপ্তর ইতিমধ্যে মার্চ মাসের বেতন, ঈদ বোনাস,ও বৈশাখী ভাতা ছাড় করেছে।সর্বশেষ উত্তোলণ ৩ মার্চ।অপর দিকে স্কুল শিক্ষক- কর্মচারীর শুধুমাত্র মার্চের বেতন ছাড় হয়েছে।যার সর্বশেষ উত্তোলণের তারিখ ৯ মার্চ। ঐ সর্বশেষ ব্যাংকিং আওয়ারে ব্যাংক কর্মকর্তাগণের নানাবিধ ব্যস্থতার কারণে শেষ পর্যন্ত অনেক শিক্ষক - কর্মচারীগণই বেতন ভাতা উত্তোলণ করতে পারে না। যা অতীতে একাধিক বার এই বিড়ম্বনার স্বীকার হয়েছি।তাহলে কী এবারও ঈদ উংযাপন করতে হবে বেতন, বোনাস,ও বৈশাখী ভাতা ছাড়াই? প্রিয় অনলাইন পত্রিকা দৈনিক শিক্ষার মাধ্যমে জানতে আমার এই নিবেদন।