মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Reajul islam, ০৮ এপ্রিল, ২০২৪
যে সব শিক্ষক নিবন্ধন সনদ দ্বারা শিক্ষাকতা করেন তাঁদের কেউ কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন। আবার কেউ এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগ পেয়েছেন। তাই সকল নিবন্ধন সনদ ইনডেক্স ধারী শিক্ষকদের বদলি করা হোক। সেহেতু নিবন্ধন সনদ উভয়ের মধ্যে রয়েছে তাই নিবন্ধন সনদ ধারী শিক্ষকদের বদলি দিতে হবে। চাকরির জন্য অনেকে দূরে চাকরি নিয়েছেন। আগে কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার নিয়ম ছিল। তাই নিবন্ধন সনদ ধারীগণ কমিটির মাধ্যমে নিয়োগ নিয়েছেন। তাই সকল নিবন্ধন সনদ ধারী শিক্ষকদের বদলি দিতে হবে।
A.K.M.RAJIB HASAN, ০৭ এপ্রিল, ২০২৪
যদি মেধাক্রম অনুযায়ী হয় তবে প্রথমের দিকে যারা নিয়োগ পেয়েছে তাদের বদলী অনিশ্চিত হবে কারণ যারা নতুন ভাবে নিয়োগ পাচ্ছে তাদের মেধাক্রম আগে থাকবে। তাই প্রথমে জেষ্ঠ‍্যতার ভিত্তিতে আগে বদলীর ব‍্যবস্হা করতে হবে পরে মেধাক্রম।
Md Abu Hanif, ০৫ এপ্রিল, ২০২৪
যারা নিবন্ধন দিয়ে পাস করেছ তাদের বদলি হোক আগে ।কমিটি পরে
এনামুল হক, ০৫ এপ্রিল, ২০২৪
এনটিআরসিএ কর্তৃক সনদপ্রাপ্ত সকল শিক্ষকদের বদলির সুযোগ দিতে হবে। কেউ লাফালাফি করবে আবার কেউ চিপায় পড়ে থাকবে, বান্দর খেলা আর দেখতে চাই না।
Abdul Hannan, ০৪ এপ্রিল, ২০২৪
যাদের NTRCA এর সনদ আছে কিন্তু তখন NTRCA এর নিয়োগ চালু হয়নি, কমিটির নিয়োগ ছিল। তাদের কথা কিছুই বলা হয়নি।
Reajul islam, ০৪ এপ্রিল, ২০২৪
বেসরকারি নিবন্ধন সনদ ইনডেক্স ধারী শিক্ষকদের কপাল খারাপ। শিক্ষকদের সকল অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। একেতো নেই কোন সুযোগ সুবিধা নেই শতভাগ উৎসব ভাতা, নেই বাড়ি ভাড়া বৃদ্ধি,। আবার ইনডেক্স ধারী শিক্ষকদের বদলি বন্ধ রাখা।এতে করে শিক্ষকদেরকে হতাশ করা হচ্ছে। এতে শিক্ষকদের মনোবল ভেঙে যায় এবং শিক্ষকদের বদলি না থাকায় তাঁদের বিরুদ্ধ আচার করা হচ্ছে। শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। ফল ছাড়া বৃক্ষ যেমন ! শিক্ষকদের বদলি ছাড়া চাকরি তেমন ! সকল শিক্ষকদের বদলির সুযোগ দিলেই আপনাদের অসুবিধা কি ? তবে আশ করি সকল নিবন্ধন সনদ ইনডেক্স ধারী শিক্ষকদের বদলির সুযোগ করে দিবেন।
Suraiya Akter Akter, ০৪ এপ্রিল, ২০২৪
কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকেরাও বদলী চায় । দয়াকরে আমাদের বঞ্চিত করবেননা । চাকুরী প্রয়োজন বিধায় যেখানে সেখানে চাকুরী করে যাচ্ছি । আমাদেরও বদলী অত্যাবশ্যক । জীবন আর চলেছে না । ১০০০ টাকা বাসা ভাড়া আর ৫০০ টাকা চিকিৎসা ভাতা দিয়ে জীবন আর চলেনা ! ডাক্তারের ভিজিট, পরীক্ষা নিরীক্ষা আর ওষুধ কিনতে কিনতেই মাস যায় । আবার দু'জন দুজায়গায় চাকরি । বাসা ভাড়া দুজায়গায় । তাই বদলী আমাদেরও প্রয়োজন ।
M Sayeed Akanjee, ০৪ এপ্রিল, ২০২৪
কমিটির মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন তারা কি তাকিয়ে তাকিয়ে উপভোগ করবে ! এভাবেই শিক্ষা দানের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয় । অন্তত পক্ষে যারা নিবন্ধন করে শিক্ষকতা পেশায় এসেছেন তাদের‌ও বদলী নীতিমালার আওতায় নিয়ে আসেন । সর্বোচ্চ পদে অভিভাবকের আসনে থেকে এরকম বৈষম্যমূলক পদক্ষেপ নিবেন না, প্লীজ । সকল নিবন্ধনধারীই NTRCA এর Certified কৃত লোক নয় কি । দয়া করে সহজে ভাবুন ও সহজ সাবলীল পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তুলতে চেষ্টা করুন ।
idris ahmed, ০৪ এপ্রিল, ২০২৪
এবার তাহলে বান্দর খেলা শুরু হতে যাচ্ছে; আবেদন তদবির; তার উপরেও হতে পারে কিনা জানা নেই ক্ষমতা মামু খালু আর মানি।