মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Bishanath Shil, ১৪ এপ্রিল, ২০২৪
আপনি যখন নিজের মাথা বিক্রি করে ও তোষামোদির পথ অনুসরন করে ঢালাওভাবে প্রকাশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে কথা বলেন। আপনি জানেন না ৭০% উচ্চশিক্ষায় অবদান রাখে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখানে আপনার মূর্খতার পরিচয় বহন করে।
মো: সেলিম হোসেন, ১২ এপ্রিল, ২০২৪
আমি এক ঔষধ কোম্পানির জেলা কর্মকর্তা ছিলাম। রাষ্ট্র বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করা এক ছেলে চাকরির জন্য আসলে, জিজ্ঞেস করলাম বায়োডাটার বাংলা কি। জবাব দিল এ তো চাকরির জন্য লাগে। এ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়।
Md billal hossain, ১২ এপ্রিল, ২০২৪
যেথায় সেথায় ডিগ্রী,অনার্স,মাস্টার্স কলেজের অনুমোদন দেয়া হয়েছে,সাথ সাথে পাস করাতে হবে নচেৎ এম পি ও বন্ধ,সেক্ষেত্রে দূর্নীতি আবার খাতা মূল্যায়নের সময় ফেল করানো যাবে না কেননা শিক্ষার মান বাড়াতে হবে ! এত সুযো পেলে কেন পড়ালেখা করবে? পরীক্ষা দিলেই তো A+,A গেড ! দুইজন ওয়াজেদ তো পরে,কিছু না জেনেও তো A+,
Md billal hossain, ১২ এপ্রিল, ২০২৪
যেথায় সেথায় ডিগ্রী,অনার্স,মাস্টার্স কলেজের অনুমোদন দেয়া হয়েছে,সাথ সাথে পাস করাতে হবে নচেৎ এম পি ও বন্ধ,সেক্ষেত্রে দূর্নীতি আবার খাতা মূল্যায়নের সময় ফেল করানো যাবে না কেননা শিক্ষার মান বাড়াতে হবে ! এত সুযো পেলে কেন পড়ালেখা করবে? পরীক্ষা দিলেই তো A+,A গেড ! দুইজন ওয়াজেদ তো পরে,কিছু না জেনেও তো A+,
Md. Shahabul Islam, ১২ এপ্রিল, ২০২৪
বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মানের অবস্থা যদি বলি,তাহলে আপনার চোখ আর চোখের জায়গায় থাকবেনা! আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন,সেই বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগে কতজন টিচার আছে? জাতীয় বিশ্ববিদ্যালয়ে কতজন করে আছে? উচ্চমাধ্যমিক কারা পরিচালনা করে? আর কেমন মেধাবী শিক্ষার্থী ভর্তি হয়? এগুলো বলে নিজেকে আর ছোট করবেন না।
Md. Shahabul Islam, ১২ এপ্রিল, ২০২৪
পাগলের প্রলাপ বকা বন্ধ করেন!!!
Md. Zahangir Alam, ১২ এপ্রিল, ২০২৪
যখন দে‌শের গোটা শিক্ষাব্যবস্থা নানান ধর‌ণের সমস্যার স‌ঙ্গে দিনা‌তিপাত ক‌রি‌তে‌ছে, সেখা‌নে কেবল এক‌টি নি‌র্দিষ্ট প্রতিষ্ঠান‌কে সকল সমস্যার মূল হিসা‌বে দায়ী করাটা সমীচীন হ‌বে কি ?
Md. Zahangir Alam, ১২ এপ্রিল, ২০২৪
যখন দে‌শের গোটা শিক্ষা ব্যবস্থা নানান প্রশ্নের মধ্য‌দি‌য়ে দিনা‌তিপাত ক‌রি‌তে‌ছে সেখা‌নে শুধু এক‌টি বিশ্ব‌বিদ্যালয়‌কে সর্ব সমস্যার আম্তানা ম‌নে করাটা আ‌দৌ কি সমীচীন ?
Md Shahidul Islam, ১২ এপ্রিল, ২০২৪
এতদিন পর একটি সুন্দর লেখা পড়লাম। ধন্যবাদ স্যার।