মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

md. rafikul islam, ১৭ এপ্রিল, ২০২৪
দুই বছর বেসরকারি চাকরির অভিজ্ঞতা দিয়ে শিক্ষক হওয়া যাবে,পাওয়া যাবে বিএসসি গণিত সমমান,আজব লাগলো।
md. rafikul islam, ১৭ এপ্রিল, ২০২৪
ভবিষ্যতে বিজ্ঞান, গণিত কেউ পড়বে না।সবাই ডিপ্লোমা পড়বে।আর গণিত সে তো খেলনা বিষয়, তাই মেধাবী কেউ এই পেশায় আসবে না।
Md. Shahabul Islam, ১৭ এপ্রিল, ২০২৪
বাংলাদেশের প্রেক্ষাপটে অপেক্ষাকৃত কম মেধাবীরা ডিপ্লোমা /পলিটেকনিক ইন্সটিটিউটে পড়ালেখা করে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা ডাক্তার/ইঞ্জিনিয়ার হবার চেষ্টা করেও যখন বিফল হয়,তখন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গণিত,পদার্থ,রসায়ন,জীব,উদ্ভিদ ইত্যাদি বিষয়ে পড়ালেখা করে,তারা তাদের স্ব স্ব বিষয়ে বিশেষজ্ঞ। একজন ডিপ্লোমা / পলিটেকনিক ইন্জিনিয়ার তাদের স্ব স্ব বিষয় যেমন, ইলেকট্রিক,মেকানিক,সিভিল,কম্পিটার,ইলেকট্রনিকস ইত্যাদি বিষয়ে তাদের মোটামুটি একটা জ্ঞ্যান আছে, তারা হয়তবা এচ,এস,সি লেভেলের গণিত পড়েছে,তাও আবার২/১ বছর। এটা দিয়ে সে গণিতের মতো বিষয় পড়িয়ে ফেলবে?? আজব!! তাহলে বিজ্ঞানের জন্য কতজন নিয়োগ দেবে! যতগুলো বিষয় আছে ততগুলো???