মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MASUDUR RAHAMAN, ১৮ এপ্রিল, ২০২৪
এনটিআরসিএর মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন তাদেরকে সরকার যে বদলির ব্যবস্থা করতেছেন এটা সরকারের একটা যুগান্তকারী সিদ্ধান্ত। যারা কমিটির মাধ্যেমে নিয়োগ পেয়েছেন তাদের একটু ধৈয্য ধারণ করতে হবে । আগে এনটিআরসি মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন তারা বদলির সুযোগ হোক তার পরে আপনাদের বদলির বিষয় বিবেচনার জন্য সরকারের কাছে দাবি দাওয়া গুলো তুলো ধরেন। আপনারা কেন এক জনের বিরোধিতা করবেন? এমন করলে আম ছালা দুটোই হারাবেন।
mohd.suza uddin, ১৭ এপ্রিল, ২০২৪
কারা আন্দোলন করলো আর কারা বদলির সুযোগ পেল
Reajul islam, ১৭ এপ্রিল, ২০২৪
নিবন্ধন সনদ ইনডেক্স ধারী শিক্ষক যাহারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাঁদেরকে বদলির সুযোগ দিতে হবে। এটাই বেসরকারি সকল ইনডেক্স ধারী শিক্ষকদের আশা। শিক্ষকদের মনে কষ্ট দিয়ে বা সকলকেই বদলির সুযোগ না দিলে শিক্ষার মান বৃদ্ধি হবে না। যেমন ফল ছাড়া বৃক্ষ! শিক্ষকদের বদলি ছাড়া চাকরি! কেউ বদলির সুযোগ পাবেন আর কেউ বদলির সুযোগ পাবেন না এটা হতে পারে না। শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি হবে।
Tabiatkowser, ১৭ এপ্রিল, ২০২৪
এটা কি সত্যিকারের বদলির চিন্তাভাবনা নাকি তালবাহানা? এ ধরনের তালবাহানা না করে বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য সরকারি শিক্ষক কর্মচারীদের মত বদলি সিস্টেম একান্ত চালু করতে অবশ্যই সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।