মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md Najmul Hossain, ১৮ এপ্রিল, ২০২৪
৯৬ হাজার পোস্ট হইলে কি হবে আবেদনকারী ৩০ হাজার এইটা কেউ নিউজ করে না। আর এতদিন নীতিমালা অনুযায়ী বয়স ৩৫ এর কম বলা আছে। এখন দেখা যায় সনদেরও মেয়াদ আছে যা এনটিআরসিএ একটি প্রত্যায়ন প্রদান করবে। কিন্তু যখন পাস করা হইল তখন কোন প্রত্যায়ন প্রদান করা হলো না। সনদে ভেলিডিটি ডেট ও দিল না। এখন হঠাৎ এর ধারা বাস্তবায়ন হলো। আর বাংলাদেশে একমাত্র শিক্ষাকতা পেশা যেখানে পোস্টের তুলনায় আবেদনকারীর সংখ্যা কম।
Hasan Mahmud Shohag, ১৭ এপ্রিল, ২০২৪
১৬তম এবং ১৭তম ছাড়া কেউ আবেদন করতে পারছে না।
এনামুল হক, ১৭ এপ্রিল, ২০২৪
বয়স 35 বছরের কম কিন্তু আবেদন করতে পারছিনা কারন শুধু ১৬ আর ১৭ তম ব্যাচ দেওয়া আছে।