গণিত,বিজ্ঞানের শিক্ষক হিসবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কথাটা শুনতেও হাস্যকর! এইচ,এস,সি তে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করার পর ৪ বছর গণিতে অনার্স, + ১ বছর মাস্টার্স, তাহলে কত বছর হলো? গণিত বিষয়ের জন্য একজন শিক্ষক ২+৪+১=৭ বছর। তাও আবার মাধ্যমিক লেভেলে গণিত পড়ানোর জন্য যথেষ্ট নয়!! হাঁসবো না কাঁদবো বুঝতে পারছি না। কেউ দয়া করে বুঝিয়ে দিবেন? মাধ্যমিকে গণিত পড়ানোর জন্য নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাগবে!! তারা এস এস সি পাস করার পর মনে হয় ডিপ্লোমা করার সময় ২ বছর কিছু গণিত পড়েছে, তাতেই তারা গণিতবিদ হয়ে গেলো ? আপসোস আমরা এমন মন্ত্রণালয়ের অধীনে আছি!! শিক্ষকদের সামাজিক, আর্থিক অধিকার নিশ্চিত করেন, দেখবেন নিঃসন্দেহে এই শিক্ষকরাই নতুন কারিকুলাম সফলভাবে বাস্তবায়ন করবে।